দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক মাস আগে আগামী ২৬ নভেম্বর ওই আসনে ভোট হবে।
Published : 30 Oct 2023, 08:30 PM
পটুয়াখালী ১ আসনের উপনির্বাচনে মো. আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার সন্ধায় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
সংসদ সদস্য মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে দলের সাংগঠনিক সম্পাদক আফজালকে বেছে নিল আওয়ামী লীগ।
গত ৩০ সেপ্টেম্বর পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া মারা যান।
এরপর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক মাস আগে আগামী ২৬ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়।