সংসদ সদস্য মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্রা এক মাস আগে আগামী ২৬ নভেম্বর ওই আসনে ভোটগ্রহণের কথা জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার কমিশনের এক সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর ও প্রত্যাহারের তারিখ ৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ নভেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৬ নভেম্বর।
সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে সেখানে ভোটগ্রহণ হবে বলে জানান ইসি সচিব। এ উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন পটুয়াখালী জেলা প্রশাসক।
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া শনিবার মারা গেলে ওই আসনটি শূন্য হয়।
মধ্য নভেম্বরের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এর মধ্যেই শাহজাহান মিয়ার আসনে উপনির্বাচন আয়োজন নিয়ে কোনো সমস্যা হবে কিনা, জানতে চান সাংবাদিকরা।
জবাবে ইসি সচিব বলেন, “এটি একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আর সেটি হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। দুটি আলাদা বিষয়। তাই এতে সমস্যা হবে না।”
গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঞা এবং লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের এ কে এম শাহজাহান কামাল মারা যান। শূন্য হওয়া ওই দুটি আসনে উপনির্বাচন হবে আগামী ৫ নভেম্বর।
আসছে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তার আগেই উপ-নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। যারা নির্বাচিত হবেন, তারা আর চলতি সংসদের কোনো অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন না।
আরও পড়ুন-