২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় ভেঙে দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন কামাল হোসেন, অপর অংশের মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী।
Published : 27 Sep 2024, 06:34 PM
দলে ভাঙনের চার বছরের মাথায় ফের ঐক্যের ঘোষণা দেওয়ার পর জাতীয় সম্মেলনের ডাক দিয়েছে গণফোরাম।
নতুন নেতৃত্ব নির্বাচনে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই সম্মেলন হবে আগামী ৩০ নভেম্বর।
শুক্রবার বিকালে দলটির পক্ষে মুহাম্মদ উল্লাহ মধু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গণফোরাম জানিয়েছে, সকাল সাড়ে ১০টায় এলিফ্যান্ট রোডে গণফোরামের নবগঠিত সমন্বয় কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় কো-চেয়ারম্যান এসএম আলতাফ হোসেন ও সুব্রত চৌধুরী, সদস্য সচিব মিজানুর রহমান, সদস্য একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, আব্দুল হাসিব চৌধুরী, মোশতাক আহমেদ, সুরাইয়া বেগম ও শাহ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
২০২০ সালের ২৭ সেপ্টেম্বর বর্ধিত সভায় ভেঙে দুই ভাগ হয় গণফোরাম। একাংশের নেতৃত্ব দেন কামাল হোসেন, অপর অংশের মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সামনে রেখে গত ২৮ আগস্ট আবার এক হওয়ার ঘোষণা দেয় দুই অংশ।
আরও পড়ুন: