বক্তব্যে নাহিদুজ্জামান শিপন ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিতের পাশাপাশি একাডেমিক সনদ বাতিলের দাবি জানান।
Published : 06 Feb 2025, 06:52 PM
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ‘সন্ত্রাসী’ অ্যাখা দিয়ে তাদের সব কর্মকাণ্ডের যথাযথ বিচার এবং তাদের ‘প্রশাসনিক সহযোগীদের’ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বৃহস্পতিবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শেষে এসব দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপির ছাত্র সংগঠনটি।
টিএসসি থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ এবং স্মারকলিপি দেওয়ার মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়।
মিছিলে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘একটা একটা খুনি ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ারি, সাবধান’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “এখনও ছাত্রলীগের ১৬ বছরের অত্যাচারের বিচারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
“আমরা ইতোমধ্যে অনেকবার এ বিচার চেয়েছি। প্রশাসনের নিষ্ক্রিয়তা আমাদেরকে আজ আবার আন্দোলন করতে বাধ্য করেছে। আমরা আশা করি, শীগ্রই অপরাধীদের শাস্তির আওতায় আনবে প্রশাসন। যদি প্রশাসন তা না করে, তাহলে আমরা আরও বৃহৎ পদক্ষেপ নেব।”
এসময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “গেল দেড় দশক বছর ধরে ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ গেস্টরুম-গণরুমের নামে নানা নিপীড়ন চালিয়ে স্বাধীনতা হরণ এবং বহু নিপীড়ন করে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে বিনষ্ট করেছে।”
বক্তব্যে নাহিদুজ্জামান শিপন ছাত্রলীগের অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িতদের বিচার নিশ্চিতের পাশাপাশি একাডেমিক সনদ বাতিলের দাবি জানান। পাশাপাশি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে সমর্থন দেয়া প্রশাসনের কর্মকর্তাদের বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন।
পুরোনো খবর