নির্বাচন কমিশন ২০২৩ সালে দলটির আবেদন নামঞ্জুর করেছিল।
Published : 12 Dec 2024, 06:30 PM
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের বেঞ্চ এ রায় দেয়।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এহসান আবদুল্লাহ সিদ্দিকী।
নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন না দেওয়ায় হাই কোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।
রায় ঘেষণার পর আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিন্তু ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন নামঞ্জুর করে।
“গত ২৫ মে ২০২৩ আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করি। হাই কোর্ট আমাদের রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ২০২৩ সালের ২৩ জুন রুল জারি করে হাই কোর্ট। শুনানি শেষে আজ বিডিপিকে নিবন্ধন দেওয়ার পক্ষে রায় দিয়েছেন।”
এ রায়ের মাধ্যমে নাগরিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন আনোয়ারুল ইসলাম।