দুদক বলছে, “আসামিদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।”
Published : 06 Feb 2025, 04:35 PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেকের ১৬টি এবং তার ছেলে রাহার মালেকের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা সংস্থাটির উপ-পরিচালক মো. ফজলুল হক তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন।
“দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে আদেশ দেন।”
দুদক বলছে, “আসামিদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।”
আসামিরা বর্ণিত হিসাবসমূহে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন জানিয়ে সংস্থাটি আদালতকে জানিয়েছে, “মামলার তদন্ত সমাপ্তির পূর্বে ব্যাংক হিসাব সমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হওয়া আবশ্যক।
নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আয় গত ১৫ বছরে বেড়েছে ১১ গুণের বেশি।
পুরোনো খবর
১৫ বছরে স্বাস্থ্যমন্ত্রীর আয় বেড়ে ১১ গুণ
এবার জাহেদ মালেক ও পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদক: নতুন কমিশনের প্রথম দিনে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা