ভারতে লকডাউনে বাড়ি ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় ২৪ শ্রমিকের মৃত্যু
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2020 10:23 AM BdST Updated: 16 May 2020 01:41 PM BdST
ভারতের উত্তর প্রদেশে পরিযায়ী শ্রমিকদের বহনকারী দুটি ট্রাকের সংঘর্ষে ২৪ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার স্থানীয় সময় ভোরের আগে আগে লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরের অরাইয়া জেলায় এ দুর্ঘটনাটি ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজস্থান ও দিল্লি থেকে বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে ফিরতে পরিযায়ী শ্রমিকরা ওই দুটি ট্রাকে চড়েছিলেন।
এর মধ্যে একটি ট্রাক পণ্যবোঝাই ছিল। বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকরা ওই পণ্যসামগ্রীর বস্তার উপরেই বসেছিলেন।
শনিবার দিবাগত রাত ৩টার দিকে অরাইয়া জেলায় ট্রাক দুটি সংঘর্ষে জড়ায়।
“একটি ট্রাক থেকে কয়েকজন অরাইয়ার একটি ধাবায় চা খেতে নেমেছিলেন। থেমে থাকা ওই ট্রাকটিতেই অপর একটি ট্রাক ধাক্কা দেয়। যে শ্রমিকরা বস্তার উপর বসে ছিলেন, তারা ছিটকে পড়েন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে,” বলেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জয় নারায়ণ সিং।
দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া বেশকিছু ছবি ও ভিডিওতে আহত শ্রমিকদের সহায়তায় পুলিশ ও স্থানীয়দের এগিয়ে আসতে দেখা গেছে। উদ্ধারে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
“অরাইয়াতে দুর্ভাগ্যজনক দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত হয়েছেন। তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন। কমিশনার এবং কানপুরের আইজিকে ঘটনাস্থল পরিদর্শন এবং দুর্ঘটনার কারণ সম্বলিত প্রতিবেদন দ্রুত দিতেও নির্দেশ দিয়েছেন তিনি, “ বিবৃতিতে বলেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয়।
শুক্রবারই যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের পরিযায়ী শ্রমিকদের নিজচেষ্টায় বাড়ি ফেরার উদ্যোগ না নিতে অনুরোধ করেছিলেন।
“সকল পরিযায়ী শ্রমিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা পায়ে হেঁটে কিংবা নিজেদের উদ্যোগে পরিবহনে করে বাড়ি ফেরার চেষ্টা এড়িয়ে চলুন। আমাদের দায়িত্বশীল কর্মকর্তাদের জানান। তারা আপনাদের সহযোগিতা করবে, এবং বিনা পয়সায় পরিবহনের ব্যবস্থা করে দেবে। রাজ্যে ঢোকা সব পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যেতে ও তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে সব কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে,” বলেছিলেন তিনি।
ভারতে লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার বিশেষ বাস ও ট্রেনের ব্যবস্থা করলেও অনেক শ্রমিকই কয়েকশ কিলোমিটার হেঁটে পরিবারের সদস্যদের কাছে ফিরতে চেষ্টা করছেন।
বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার মহাসড়কে সরকারি একটি বাসের চাপায় হেঁটে পাঞ্জাব থেকে বিহার যেতে চাওয়া ৬ পরিযায়ী শ্রমিক নিহত ও আর দুইজন আহত হয়েছিল। বাসটি জব্দ ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত সপ্তাহে মহারাষ্ট্রের অওরঙ্গবাদে মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘুমন্ত ১৬ পরিযায়ী শ্রমিক নিহত হয়।
-
টেলিভিশনে নারী উপস্থাপকদের মুখ ঢাকার নির্দেশ তালেবানের
-
৩৪ বছর আগের মামলায় নভজোৎ সিধুর কারাদণ্ড
-
কেন মারাত্মক বিদ্যুৎ সংকটে ভারত?
-
সংকটে জর্জরিত শ্রীলঙ্কার জনগণের আস্থা অর্জনে চোখ ভারতের
-
দেহরক্ষী ছাড়া সস্তা গাড়িতে ভারতীয় শিল্পপতি রতন টাটা
-
ভারতে বছরে ২৩ লাখ মানুষের মৃত্যুর কারণ দূষণ
-
মুক্তি পেলেন রাজীব গান্ধী হত্যায় যুক্ত পেরারিভালান
-
ঋণখেলাপি হচ্ছে শ্রীলঙ্কা, জ্বালানি কেনার অর্থ নেই
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার