কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2016 09:15 AM BdST Updated: 20 Nov 2016 11:23 PM BdST
ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১২০ জন নিহত হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
Related Stories
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইন ছেড়ে বেরিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ট্রেনের অধিকাংশ যাত্রী তখন ঘুমাচ্ছিলেন।
কানপুরের পুলিশ প্রধান জাকি আহমেদকে উদ্ধৃত করে আইএএনএস জানিয়েছে, দুর্ঘটনায় ১২০ জন নিহত হয়েছেন। আহত ৪০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কানপুরের জেলা হাকিম কৌশল রাজ শর্মাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ১১৯ জন নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ইংরেজি দৈনিক হিন্দুর অনলাইন সংস্কারণে বলা হয়, সন্ধ্যা পর্যন্ত দেড় শতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।

ওই ট্রেনের আরোহী কৃষ্ণ কেশব বিবিসিকে বলেন, “প্রচণ্ড ঝঁকিতে আমাদের ঘুম ভেঙে যায়। সবাই খুব আতঙ্কের মধ্যে ছিলাম। আমি অনেকগুলো লাশ দেখেছি, অনেক মানুষ আহত হয়েছে।”
নিহতদের অধিকাংশই ছিলেন ইঞ্জিনের ঠিক পেছনে উল্টে যাওয়া দুটি বগির আরোহী। অনেক বগি দুমড়ে মুচড়ে যাওয়ায় ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের জন্য গ্যাস কাটার ব্যবহার করতে হচ্ছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে একটি মেডিকেল টিমও ঘটনাস্থলে পৌঁছেছে বলে উত্তর প্রদেশ পুলিশের এডিজি দলজিত সিং চৌধুরী জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে এ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গে কথা বলে নির্দেশনাও দিয়েছেন।
আর রেলমন্ত্রী সুরেশ প্রভু এক টুইটে বলেছেন, এ দুর্ঘটনার জন্য যারাই দায়ী হোক না কেন, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

কানপুর ভারতের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন, যে স্টেশন দিয়ে প্রতিদিন কয়েকশ ট্রেন যাতায়াত করে। দুর্ঘটনার কারণে ওই পথের ট্রেনগুলোকে অন্যপথে যেতে বলেছে রেল কর্তৃপক্ষ।
বিবিসি লিখেছে, সোয়াশ কোটি মানুষের দেশ ভারতে প্রতিদিন প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ বিস্তৃত ট্রেন নেটওয়ার্ক ব্যবহার করে। কিন্তু যন্ত্রপাতি পুরনো হওয়ায় প্রায়ই সেখানে বিভিন্ন দুর্ঘটনা ঘটে।
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
মিয়ানমারে ‘এভরিথিং উয়িল বি ওকে’ প্রতিবাদকারীর জন্য শোক
-
‘যাকেই দেখবো, গুলি করবো’, টিকটকে হুমকি মিয়ানমারের সেনাদের
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
-
অভ্যুত্থানের পর থেকে সবচেয়ে রক্তাক্ত দিন দেখল মিয়ানমার
-
মিয়ানমারে ফের বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৯
-
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১
-
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব
-
‘যাকেই দেখবো, গুলি করবো’, টিকটকে হুমকি মিয়ানমারের সেনাদের
-
মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ
-
মিয়ানমারে ‘এভরিথিং উয়িল বি ওকে’ প্রতিবাদকারীর জন্য শোক
-
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা