ভারতে রেল দুর্ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2016, 10:43 AM
Updated : 20 Nov 2016, 10:53 AM

প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি একটি শোকবার্তা পাঠিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণ এবং ব্যক্তিগতভাবে এই দুর্ঘটনায় স্বজন হারানোদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।”

ভারতের উত্তর প্রদেশের কানপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা ১০০ ছড়িয়ে গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

স্থানীয় সময় শনিবার রাত ৩টার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইন ছেড়ে বেরিয়ে পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।ট্রেনের অধিকাংশ যাত্রী তখন ঘুমাচ্ছিলেন।

উদ্ধার হওয়া লাশের সংখ্যা ১০০ ছড়িয়ে গেছে; ২২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ৭৬ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন শেখ হাসিনা।