ভুপিন্দর সিংকে হত্যা, হত্যাচেষ্টা এবং উদ্দেশ্যমূলকভাবে আঘাত করাসহ আরো কয়েকটি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 07 Dec 2023, 01:34 PM
ইউক্যালিপটাস গাছ কাটা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হলে ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা ভুপিন্দর সিং নিজের লাইসেন্স করা রিভালভার বের করে প্রতিপক্ষের দিকে সরাসরি গুলি ছোড়েন।
ভুপিন্দরের গুলিতে একজন নিহত এবং তিনজন আহত হয়। উত্তরপ্রদেশের বিজনরে এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
বিজনরে ভুপিন্দরের একটি খামার রয়েছে। খামারের পরেই গুরদীপ সিংয়ের কৃষি জমি। খামারে বেড়া দেওয়ার জন্য ভুপিন্দর কয়েকটি ইউক্যালিপটাস গাছ কাটার সিদ্ধান্ত নেন।
ওই গাছ কাটা নিয়ে প্রতিবেশী গুরদীপের সঙ্গে ভুপিন্দরের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারিতে রূপান্তর হয় এবং ভুপিন্দর ও তার তিন সহযোগী গুরদীপ সিংয়ের পরিবারের উপর হামলা করে। সে সময় ভুপিন্দর তার লাইসেন্স করা রিভালভার বের করে গুরদীপের ২২ বছরের ছেলে গোভিন্দকে হত্যা করে। আহত হয় গুরদীপ নিজে, তার আরেক ছেলে আমরিক এবং স্ত্রী। তাদের চিকিৎসা চলছে।
ভুপিন্দর সিংকে হত্যা, হত্যাচেষ্টা এবং উদ্দেশ্যমূলকভাবে আঘাত করাসহ আরো কয়েকটি অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করেছে বলে জানায় এনডিটিভি।
ভুপিন্দর ‘ইয়ে পেয়ার না হোগা কম’ ‘মধুবালা’ সহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।