শীতে জনপ্রিয় খেজুর রসের স্বাদ দিতে ঢাকার ডেমরার সুধারাম বাউলের আশ্রমে শুক্রবার বসে ‘রসের মেলা’। শুধু রস নয়, মেলায় খই মুড়ি আর খেজুর রসের গুড়ও ওঠে। ‘রঙে ভরা বঙ্গ’ নামে একটি সংগঠনের এই আয়োজনে ভিড় করেন অনেকেই। মেলা ঘুরে পছন্দের খেজুর রসের স্বাদ নেন দর্শনার্থীরা।
Published : 10 Jan 2025, 09:31 PM