Published : 03 Apr 2024, 12:03 PM
দেশীয় কাপড় ও উপকরণ ব্যবহার করে বিশ্বরঙ ঈদুল ফিতরের পোশাকের আয়োজনে সাজিয়েছে।
দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড়, যেমন- সুতি, ধুপিয়ানসিল্ক, তসরসিল্ক, লিলেন, কাতান, জ্যাকার্ড ব্যবহার করেছে বলে জানানো হয় প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
‘কনট্রাস্ট কালার’য়ের পাশাপাশি রংয়েও রয়েছে পরিমিত ব্যবহার।
কাজের মাধ্যম হিসাবে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারি, কম্পিউটার এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি, কারচুপি, নকশীকাঁথা, জারদৌসী-সহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।
শিশুদের জন্য রয়েছে নান্দনিক সব সংগ্রহ। প্রাপ্ত বয়স্ক ও নারীদের জন্য আছে ঐতিহ্য এবং আভিজাত্যের ছোঁয়া।
বিক্রয়কেন্দ্রের পাশাপাশি প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজ ও নিজস্ব ওয়েবসাইট থেকে তাদের এসব পণ্য সংগ্রহ করা যাবে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।