উল ও চামড়ার পোশাক- যত্ন নেওয়ার ধরন আলাদা।
Published : 28 Dec 2023, 12:15 PM
শীতকাল মানে হিম হাওয়া, কুয়াশা ঢাকা চারপাশ আর রংবেরংয়ের পোশাক।
উল, পশম অথবা চামড়ার পোশাকের ব্যবহার বেশ দেখা যায় এই সময়ে।
বাংলাদেশ গার্হস্থ অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক শাহমিনা রহমান শীতের পোশাক নির্বাচনের বিষয়ে বলেন, “শীত এলে অনেকেই রকমারি পোশাক কিনে আলমারি ভর্তি করে ফেলেন। শীতের পোশাক কেনার আগে এর প্রয়োজনীয়তা নির্ধারণ করা উচিত।”
যেহেতু অল্প কিছুদিন এগুলো ব্যবহার করা হয় তাই গরম কাপড় কিনতে হবে বিবেচনা করে। আর যত্ন সহকারে ব্যবহার করতে হবে।
শীতের পোশাক কেনার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখার পরামর্শ দেন, শাহমিনা রহমান।
খুব বেশি ঢিলাঢালা বা আঁটসাঁট সোয়েটার না কেনা।
কাপড়ের রং টেকসই কিনা খেয়াল করা।
অস্বস্তি সৃষ্টি করতে পারে এমন কোনো উপাদান যেমন- পিন, বড় পাথর, খসখসে ভেতরের লাইলিং বা ইলাস্টিক ইত্যাদি পরিহার করা।
জ্যাকেট কেনার ক্ষেত্রে- রং বিবেচনা না করে এর কাপড় কতটা আরামদায়ক সেদিকে খেয়াল রাখতে হবে। অন্যথায় অকারণ অর্থ ব্যয়ের ঝুঁকি থাকে।
শাল বা চাদর কেনার ক্ষেত্রে বর্তমান হাল ফ্যাশন এবং এর উষ্ণতা দানের ক্ষমতা- দুই বিষয় মাথায় রাখতে হবে।
টুপি, কান টুপি, হাত ও পা মোজা ইত্যাদি শীতকাল উপযোগী কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।
মাফলার সরাসরি গলার ত্বকের সংস্পর্শে থাকে এবং এখানকার ত্বক অনেক বেশি পাতলা হওয়ায় সামান্য ঘর্ষণের ফলে র্যাশ, চুলকানি বা ছিলে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই মাফলারের জন্য নরম ও পাতলা উলের কাপড় বাছাই করতে হবে।
উলের কাপড়ের আকার অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তাই কেনার আগে ভালো মতো দেখে নিতে হবে।
শীতকালে প্রায় প্রতিদিনই সোয়েটার, জ্যাকেট, শাল, টুপি ইত্যাদি ব্যবহার করা হয়। আর সেগুলো সারাদিন পরে থাকা হয়।
তাই শীতের কাপড় খোলার পরে বাতাসে শুকানোর জন্য দিতে হবে। হালকা রোদে দিতে পারলে খুব ভালো হয়। যদিও এই সময় রোদের দেখা তেমন একটা মেলে না। তাই কিছুক্ষণ বাতাসে রেখে ঘরে নিয়ে আসতে হবে নতুবা বাইরের আর্দ্রতায় ভেজাভাব হয়ে যাবে।
গরম কাপড়ের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানান তিনি-
উলের কাপড়ের যত্ন
উলের কাপড় ধুতে হবে ঠাণ্ডা পানি দিয়ে। ওয়াশিং মেশিনের ব্যবহার এড়িয়ে যাওয়া ভালো। মৃদু ডিটারজেন্ট, শ্যাম্পু ব্যবহার করা উচিত।
যতটা সম্ভব কড়া রোদে উলের পোশাক শুকাতে না দেওয়া ভালো।
আয়রণ করার ক্ষেত্রে উলের পোশাক উল্টে নিতে হবে।
উলের কাপড় ভাঁজ করে রাখার চেয়ে ঝুলিয়ে রাখলে বেশিদিন ভালো থাকে।
যদি ভাঁজ করে রাখার প্রয়োজন পড়ে তাহলে এর মাঝে টিস্যু পেপার বা পাতলা পেপারের কাগজ দিয়ে নিলে বাড়তি আর্দ্রতা শুষে নিতে কাজ করে।
উলের কাপড় ভালোভাবে সংরক্ষণ করতে ও পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচাতে ন্যাপথলিন, শুকনো নিম পাতা ইত্যাদি ব্যবহার করা যায়।
চামড়ার পোশাকের যত্ন
বাড়িতে চামড়ার পোশাক পরিষ্কার না করাই ভালো। ভালো কোনো লন্ড্রিতে পরিষ্কারের জন্য দেওয়া উচিত।
কয়েক বছর পর পর এর ভিতরের লাইলিং পালটে নিলে দীর্ঘদিন ভালো থাকে।
লেদারে কাপড় ভাঁজ না করে ঝুলিয়ে রাখলে দীর্ঘদিন ভালো থাকে।
শীতকাল খুব বেশি দিন স্থায়ী না হওয়াতে সঠিক যত্ন করে ব্যবহার করলে গরম পোশাক অনেকদিন পর্যন্ত ব্যবহার উপযোগী থাকে।
আরও পড়ুন