Published : 02 Mar 2024, 11:35 AM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে বিশেষ করে যত্ন নিয়ে গাড়ি চালান। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আইটি চাকুরিজীবীরা এই সময় বিদেশ থেকে কোনো ডাক পেতে পারেন। ভ্রমণ আনন্দ আনবে আর অত্যন্ত শিক্ষামূলক হবে। সপ্তাহের মাঝ দিকে কেউ একজন কর্মক্ষেত্রে চমৎকার কিছুর সঙ্গে আপনাকে অভিনন্দন জানাবে। ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের প্রশংসা করতে পারে। সপ্তাহের শেষ দিকে কাজের চাপে মন দখল করে থাকায় প্রিয়জন আপনাকে হঠাৎ অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। আর্শীবাদ ও সৌভাগ্য আপনার পথে আসায় এবং অতীতের কঠোর পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে শারীরিক অন্তরঙ্গতা আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে। ব্যবসায়ে এমন কিছু আশা করছেন যা বাস্তাবায়িত হবে। শিশ ও প্রবীণদের ছোটখাট দুর্ঘটনার থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সপ্তাহের মাঝ দিকে একটি গুরুত্বপূর্ণ ভ্রমণে যাবেন আর সেটা আপনার জন্য উপকারী হতে পারে। পথে ভালোবাসার সঙ্গীর একটা নতুন বিস্ময়কর দিক দেখতে পারেন। সপ্তাহের শেষ দিকে অনুকূল সময়, কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন। কাজের জায়গায় কেউ আপনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই চারপাশে কী ঘটছে সজাগ দৃষ্টি রাখুন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে চাপ মুক্ত থাকার চেষ্টা করুন তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন। মানসিক স্বচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে এক প্রাধান্য প্রদান করবে। যখন সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সম্মোহিত হয়ে যায়। আর আপনি সেটা অনুভব করবেন। সপ্তাহের মাঝ দিকে কোনো ধরনের দুর্ঘটনায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষ দিকে বিদেশ ভ্রমণের মাধ্যমে লাভবান। বৈদেশিক বাণিজ্যের শুভ যোগাযোগ ঘটতে পারে। দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে ফোন কল দীর্ঘ করার জন্য রোমান্টিক সঙ্গী জ্বালাতন করবে। আপনার হাসি প্রিয়জনদের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করবে। স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নবান হোন। পরিবারের একজন সদস্যের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। সপ্তাহের মাঝ দিকে ব্যবসায়ীদের ব্যবসায়ে প্রচুর লাভ নিশ্চিত হতে পারে। স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে। সপ্তাহের শেষ দিকে সাবধানে চলাফেরা করবেন। দেহে আঘাত লাগার সম্ভাবনা। যাই করুন না কেনো সঙ্গে থাকা মানুষেরা আপনার ওপর বিশেষ খুশি হবে না।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে একই সাথে জমি সংক্রান্ত সুবিধাগুলো এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে থাকবেন। সঙ্গী আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে। মুহূর্তটি হৃদয়ে পোষণ করুন। সপ্তাহের মাঝ দিকে খাওয়া ও পান করার সময় সাবধান হোন, না হলে অসুস্থ হতে পারেন। সপ্তাহের শেষ দিকে পরিবারের সমস্যাগুলো আরও বেড়ে যাবে যদি পরিবারকে পুরোপুরি এড়িয়ে যান আর সময়টি পুরোপুরি ব্যবসা বা পেশায় উৎসর্গ করেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আত্মীয়রা সাহায্যের হাত বাড়িতে দিতে চাইবেন। এরকম আত্মীয় থাকার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। সম্পত্তি সংক্রান্ত ব্যবসায়ে জড়িতরা ব্যবসায়ে উন্নতি ও লাভবান হতে পারেন। সপ্তাহের মাঝ দিকে হৃদস্পন্দন সঙ্গীর ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে উঠবে। সঙ্গী প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। সপ্তাহের শেষ দিকে উপলব্ধি করার উপযুক্ত সময় যে দুশ্চিন্তা আপনার চিন্তা শক্তিতে প্রতিবন্ধকতা তৈরি করছে। বিনিয়োগ করা ও ঝুঁকি নেওয়ার পক্ষে ভালো সময় নয়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আর্থিক ও ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো ধরনের নতুন শুরু করার পক্ষে ভালো লাভজনক হতে পারে। পুরানা পরিজন ও সম্পর্কগুলো পুনরুজ্জীবিত করার পক্ষে সময়টি ভালো। সপ্তাহের মাঝ দিকে উচিত হবে জমি, ভূ-সম্পত্তি ও সাংস্কৃতিক প্রকল্পগুলোর ওপর নজর কেন্দ্রীভূত করা। পরিবারের জন্য মহান ও উপযুক্ত কিছু ঝুঁকি নিন। সপ্তাহের শেষ দিকে প্রেমের উচ্ছাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। ভালোবাসার উচ্ছাসে স্বপ্ন ও বাস্তবতা এ সময়ে মিশে যাবে। প্রেমে ধীরে ধীরে তবে নিয়মিতভাবে পুড়তে থাকবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে তরুণরা আপনার ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হবে। তারা আপনার পরামর্শ নিয়ে উপকৃত হবে। আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মখীন হতে পারেন যা আর্থিকভাবে লাভবান করতে পারে। সপ্তাহের মাঝ দিকে দলিল বা কোনো প্রকার চুক্তি সম্পাদনের জন্য প্রবীণ অভিজ্ঞ লোকের পরামর্শ নেবেন। আবেগ দিয়ে কাজ করবেন না। বাস্তবতাকে মেনে নেওয়ার চেষ্টা করুন। আত্মীয়ের সাথে মনোমালিন্য হতে পারে, এড়িয়ে চলবেন। সপ্তাহের শেষ দিকে বন্ধুদের সাথে গল্প চালানোর দুর্দান্ত সময়। তবে ফোনে খুব বেশি কথা বলা মাথাব্যথার কারণ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে খরচের দিকে যাবেন না, তাহলে ফাঁকা পকেটে বাড়ি ফিরতে হবে। আপনার দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতা কাজে লাগান, সন্তোষজনক লাভ করতে সক্ষম হবেন। সপ্তাহের মাঝ দিকে পরিচিত মানুষের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। বিনিয়োগ ও নতুন উদ্যোগের জন্য এটি সঠিক সময়। সপ্তাহের শেষ দিকে চিন্তা চেতনামূলক বই পড়ুন আর চিন্তাভাবনার উন্নতি করুন। কারণ চিন্তাভাবনা আমাদের বিশ্ব তৈরি করে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আর্শীবাদ ও সৌভাগ্য আপনার পথে আসায় ও অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছাগুলো পূর্ণ হবে। সঙ্গীর প্রেম ও সংবেদনের আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাতে পারে। অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। সপ্তাহের মাঝ দিকে জীবনের উন্নতির সুযোগগুলো দরজায় কড়া নাড়বে। একজন তারকার মতো আচরণ করুন, তবে শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন। সপ্তাহের শেষ দিকে বন্ধুরা ও বিদেশি সংযোগগুলো অর্থের ব্যবসাকে কেন্দ্র করে সমর্থন জানাবে। ফলে অপ্রত্যাশিত উৎস থেক অর্থ উপার্জন করবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে আন্তরিকভাবে সবাই আপনার কথা শুনবে। আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। বিভিন্নভাবে সামাজিক, ধর্মীয় ও সংস্কৃতিক ক্রিয়াকলাপে সক্রিয়ভাবে অংশ নেবেন। সপ্তাহের মাঝ দিকে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই দেরি করে বাড়ি ফেরা, অন্যদের ওপর বেশি খরচ করা এড়ানোর চেষ্টা করুন। সপ্তাহের শেষ দিকে আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যবহার আপনাকে প্রচারের আলোতে রাখবে। পরিবার ও সমাজের অনুপ্রেরণার উৎস হতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে যেসব শিক্ষার্থীরা শিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তারা সুযোগ পেতে পারেন। নিজের কর্মক্ষেত্রে অনেক সমস্যার সমাধান হবে। চাকরি ও ব্যবসায় সুফল লাভ করবেন। সপ্তাহের মাঝ দিকে আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হলে সেটার অবসান হবে। প্রেমের সুযোগগুলো স্পষ্ট তবে ক্ষণস্থায়ী হবে। পরোপকারে মানসিক শান্তি ও আরাম পাবেন। সপ্তাহের শেষ দিকে সমস্যা গুরুতর হবে তবে চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ করবে না। সম্ভবত তাদের বিষয় নয় বলেই মনে করবে।
আরও পড়ুন