জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 09 Nov 2024, 12:29 PM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে জীবনের অভূতপূর্ব পরিবর্তন আনতে পারবেন। খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে প্রত্যয় বাড়বে আর উন্নতি নিশ্চিত। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি সময়, যখন বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছানুসারে এগোবে। সপ্তাহের শেষদিকে অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে পেশা সংক্রান্ত সেইসব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময়, যা আপনি বেশি কিছু সময় ধরে ভাছিলেন। আশীর্বাদ ও সৌভাগ্য পথে আসায় এবং অতীতের পরিশ্রমগুলো ফল আনায় ইচ্ছগুলো পূর্ণ হবে। সপ্তাহের মাঝদিকে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে। সপ্তাহের শেষদিকে কামদেব জীবনে প্রেমের ঝরনা বইয়ে দেবে। লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান। আর সাফল্যে পৌঁছানোর আগে উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে আরও ভালো পেশার সম্ভাবনাময় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। সফর ও ভ্রমণ আনন্দ আনবে। উপলব্ধি করতে পারবেন যে, ভালো করার পেছনে পরিবারের সহযোগিতা রয়েছে। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার উচ্ছাসে স্বপ্ন ও বাস্তবতা মিশে যাবে। মানসিক শান্তির জন্য কিছু দান ও দাতব্য কাজে নিজেকে নিয়োজিত করুন। সপ্তাহের শেষদিকে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। মিথ্যা অভিযোগ বা বিশ্বাসঘাতকতার বিরূদ্ধে সাবধান।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা শক্তি ও আবেগকে নতুন করে তুলবে। সপ্তাহের মাঝদিকে মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। যদি কর্মক্ষেত্র থেকে মোবাইল ফোন সরিয়ে না রাখেন তবে খুব ভুল করবেন। সপ্তাহের শেষের দিকে আপনার শিশু সুলভ স্বভাব জেগে উঠবে। একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। প্রেমের জীবন গতিশীল হবে। সঙ্গী বিচলিত হতে পারে যদি তার প্রতি মনোযোগ না দেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে সঙ্গী প্রথম দিকের মতো প্রেম ও রোমান্সের ‘রিওয়াইন্ড বাটন’ টিপবেন। ব্যবসায়ীদের জন্য ভালো সময়, কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত লাভ দেখতে পারেন। সপ্তাহের মাঝদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে ওঠানামা বা রাস্তায় চলাচলের সময় সতর্কত অবলম্বন করুন। নয়তো কোনো বিপদ বা দর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সপ্তাহের শেষদিকে দূরদেশে আমদানী রপ্তানি পেশাদারী যোগাযোগ বাড়ানোর পক্ষে উৎকৃষ্ট সময়। কর্মক্ষেত্রে সব কিছুতে ওপরের দিকে থাকতে পারেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে যদি আচমকা সিদ্ধান্তে উপনীত হন আর অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন, তবে খারাপ সময় অবশ্যই। বিয়ের পর প্রেম কঠিন শোনায়, তবে এটা আপনার সঙ্গে ঘটতে পারে। ব্যবসায়ীদের জন্য মুনাফার হার বৃদ্ধি পেতে পারে। এমন কি ব্যবসায়ের পরিধি বিস্তার লাভ করতে পারে। সপ্তাহের মাঝদিকে উত্তেজনা পূর্ণ সময়, যখন ঘনিষ্ট সহকারীদের সঙ্গে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কাজ করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সমস্যায় ফেলতে পারে। সপ্তাহের শেষদিকে দূরের জায়গার আত্মীয়রা যোগাযোগ করতে পারেন। সফর করা তাৎক্ষণিক ফলাফল না দিলেও ভবিষ্যতে লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। দর্শন বা আধিভৌতিক ব্যাপারে আগ্রহ জাগবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে উৎসাহময় সময় যেহেতু ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। বহু বিষয় মতভেদ হওয়াতে খুব একটা ভালো হবে না সময়। এটি সম্পর্কও দুর্বল করতে পারে। সপ্তাহের মাঝদিকে খুচরা ও পাইকারী বিক্রেতাদের জন্য সময়টি ভালো। সঙ্গী তার জীবনে আপনার মূল্য বুঝতে পারবে। সপ্তাহের শেষদিকে কিছু আঘাতের সম্মুখীন হতে পারেন। শক্তি প্রদর্শন করা উচিত।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়াতে অংশ নেওয়াতে আনন্দপূর্ণ সময় হবে। প্রেমের বেদনা ঘুমাতে দেবে না। গভীরভাব পূর্ণ ভালোবাসার উচ্ছাস অনুভূত হবে। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। তাই এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু করার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়ান। সপ্তাহের শেষদিকে বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর, সময়টা রোমান্টিক হয়ে উঠবে। ব্যবসায়ীদের ব্যবসায় প্রচুর লাভ নিশ্চিত হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আত্মীয়রা দুঃখ ভাগ করে নেবে। আপনার সমস্যা তাদের সাথে খোলামনে ভাগ করে নিন। এ সময় জমি ভূ-সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলোর ওপর নজর কেন্দ্রীভূত করা। সপ্তাহের মাঝদিকে গোলাপ আরও লাল হবে আর বেগুণি হবে নীল, কারণ ভালোবাসার নেশা একটি উচ্চ আসন প্রদান করবে। ভালোবাসার ক্ষেত্রে বিবেচনা করার শক্তি ব্যবহার করুন। সপ্তাহের শেষদিকে গোপন শক্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে ব্যর্থ হবে। তবে এর পরিবর্তে নিরুৎসাহিত হওয়ার পরিবর্তে শিক্ষা নেওয়া উচিত।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আকস্মিক টাকা-কড়ির আগমন তাৎক্ষণিক খরচের খেয়াল রাখবে। দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারও কাছ থেকে ফোন পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে পুরানো যোগাযোগ ও বন্ধুরা সহায়ক হবে। প্রাণের বন্ধু এ সময় আপনার জন্য চিন্তা করবে। জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। সপ্তাহের শেষদিকে প্রেমের স্মৃতি সময়টি দখল করে রাখবে। এ সময় যদি প্রেম করার সুযোগ না হারান তবে সমগ্র জীবনে ভুলবেন না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে অসাধারণ প্রচেষ্টা ও পরিবারের সদস্যদের সমর্থনের ফলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। ভালো ধারণায় পূর্ণ থাকবেন। পছন্দের ক্রিয়াকলাপ প্রত্যাশার বাইরে অর্থনৈতিক লাভ এনে দেবে। সপ্তাহের মাঝদিকে আত্মীয়রা প্রত্যাশিত উপহার এনে দিতে পারে। তবে তারাও আপনার কাছ থেকে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে নিজের উন্নতিতে ও পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে সেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না। না হলে খালি পকেটে বাড়ি ফিরতে হবে। যারা শিল্প ও নাটকের সাথে জড়িত তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু সুযোগ পাবেন। সপ্তাহের মাঝদিকে বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত টাকা কোথায় লাগাচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত হন। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। সপ্তাহের শেষদিকে নতুন মক্কেলদের সঙ্গে আপোষ আলোচনা করা জন্য সময়টি চমৎকার। আত্মীয়রা কিছু উত্তেজনা সৃষ্টি করতে পারে। পরিস্থিতি আয়ত্তে আনতে মাথা ঠাণ্ডা রাখুন।
আরও পড়ুন