জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 09 Mar 2024, 10:30 AM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই দেরি করে বাড়ি ফেরা আর অন্যদের ওপর বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে নিজেকে এক প্রাণোচ্ছল নিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন। সপ্তাহের শেষ দিকে আয় ও অবস্থার উন্নতি বা ব্যবসায়িক ক্রিয়াকলাপ থেকে লাভ নিশ্চিত হবে। আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া ফলে যে দ্বিধায় ছিলেন তার চাইতেও বেশি ভালো হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে শুভ ক্ষণ। সময় প্রসন্ন হবে। উদ্দীপনা প্রয়োজন এমন সম্ভাবনা ও সুযোগের সাথে নতুন পরিকল্পনাগুলো আপনার কাছে আসবে যা লক্ষ্য পূরণে সহায়ক হবে। সপ্তাহের মাঝ দিকে একাকী নিঃসঙ্গ বোধ করতে পারেন। আর বিচ্ছিন্নতার অনুভূতি আপনাকে যুক্তগ্রহ্য সিদ্ধান্ত নেওয়া থেকে আটকাতে পারে। ব্যয় বৃদ্ধি হতে পারে। যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সপ্তাহের শেষ দিকে নিজের জন্য খ্যাতি প্রতিষ্ঠার দিকে দ্রুত অগ্রসর হতে সক্ষম হবেন। আর্থিক ও ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো ধরনের নতুন কিছু শুরু করা লাভজনক হতে পারে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে। বস কাজের প্রশংসা করতে পারে। সপ্তাহের মাঝদিকে স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। এমন একজন খুঁজে পাবেন যিনি আপনার শখ ও অন্যান্য বাসনাগুলো আপনার সাথে ভাগ করে নিতে খুশি হবেন। সপ্তাহের শেষ দিকে অর্থের যত্ন নেওয়া ও আপাতত কোনো বড় ধরনের বিনিয়োগ বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যেসব সমস্যা আপনাকে এতদিন জর্জরিত করে রেখেছিল সেসব অদৃশ্য হয়ে যাবে। আর নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে দেখবেন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে আইটি চাকরিজীবীরা বিদেশ থেকে কোনো ডাক পেতে পারেন। ভবিষ্যৎ সম্ভাবনার জন্য নতুন যোগাযোগ বানাতে হবে। পরিণামে সুখ সমৃদ্ধি আনবে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে আন্তরিকভাবে আপনার কথাগুলো শুনবে। ধারালো পর্যবেক্ষণ অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে একটি সুন্দর সময় বলে মনে হয়্। সপ্তাহের শেষ দিকে চারপাশে সঙ্গীর ভালোবাসা অনুভব করবেন। সৃষ্টিশীল ব্যক্তিদের সাফল্যময় সময়। যেহেতু তারা দীর্ঘ প্রতিক্ষীত খ্যাতি বা স্বীকৃতি অর্জন করবেন। খরচের ব্যাপারে এগিয়ে আসবেন না। তাহলে ফাঁকা পকেটে বাড়ি ফিরতে হবে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে খুব দুর্বলতার জন্য দীর্ঘযাত্রা এড়িয়ে চলুন। খাওয়া ও পান করার বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করুন। সপ্তাহের মাঝ দিকে সফর করা আনন্দদায়ক ও লাভজনক হবে। কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক শান্তি বাড়তে পারে। সপ্তাহের শেষ দিকে মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। উপলব্ধি করতে পারবেন যে, আপনার কর্মক্ষেত্রে ভালো করার পেছনে সঙ্গীর সহায়তা রয়েছে। সমাজ এখন আপনার অবদান প্রশংসা করবে।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে নতুন অংশীদারী ব্যবসা আশাপ্রদ হবে। যদি জীবন সঙ্গীর ছোট চাহিদা, যেমন- প্রিয় খাবার খাওয়ানো বা শুধু একটু আলিঙ্গন উপেক্ষা করেন তাহলে সে আঘাত পেতে পারেন। সপ্তাহের মাঝ দিকে কোনো ঝগড়াটে ব্যক্তির সাথে বিবাদ মেজাজ খারাপ করতে পারে। বিবেচক হোন আর যদি পারেন এটি এড়িয়ে যান। সপ্তাহের শেষ দিকে বেকার, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের বিদেশ যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে সবকিছু চমৎকার থাকবে বলে মনে হয়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে শক্তি পুররুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। স্বাস্থ্য হল আসল সম্পদ। তাই অলসতা থেকে মুক্তি পান আর সক্রিয় জীবনযাপন করুন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়ে যা আশা করেছিলেন সেটা বাস্তবায়িত হতে পারে। স্বামী/ স্ত্রীর সাথে ভালো বোঝাপড়ার মাধ্যমে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে। ধর্মনিষ্ট পবিত্র ভালোবাসা অর্জন করুন। সপ্তাহের শেষদিকে রাস্তায় চলার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। বৈদেশিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সফলতা অর্জন ভবিষ্যৎ সমৃদ্ধি আনবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে সঙ্গী আপনাকে প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। প্রেমের সুযোগগুলো স্পষ্ট তবে ক্ষণস্থায়ী হবে। সপ্তাহের মাঝদিকে হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন। অস্বস্তি মানসিক শান্তির ব্যঘাত ঘটাতে পারে। সপ্তাহের শেষ দিকে নতুন ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পাদন করতে সহায়তা করতে পারে এরকম লোক খুঁজে পাবেন। দাম্পত্য সুখ ও স্বচ্ছন্দ এ সময় দারুণভাবে পরিলক্ষিত হবে। বিশেষ করে এ সময় যত্ন নিয়ে গাড়ি চালান নয়তো দুর্ঘটনার সম্মুখীন হবেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িতদের ব্যবসার পরিধি বিস্তার লাভ ঘটেতে পারে আর আশাতীত লাভ অর্জনে সক্ষম হতে পারেন। বন্ধুদের সহায়তা এ সময় আপনার অগ্রগতির সহায়ক। সপ্তাহের মাঝ দিকে আপনার শব্দ আপনার বিরুদ্ধে যেতে পারে, যা আপনার খ্যাতি নষ্ট করবে। তাই সচেতন হন। সপ্তাহের শেষ দিকে ব্যবসায়ে একটি অনুকূল সময় হবে আর লাভ বাড়ানোর জন্য বিশেষ ধারণা নিয়ে ঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। স্বামী/ স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজা/ রানির মতো মনে হবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে রসিক আত্মীয় স্বজন আপনাকে চিন্তা মুক্ত করবে। ফলে এরকম আত্মীয় থাকার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। সপ্তাহের মাঝ দিকে জমিজমার ব্যবসার সাথে জড়িতদের প্রচুর লাভ হতে পারে বা কেউ নতুন জায়গা, জমি বা বাড়ি কিনতে পারেন। বন্ধুদের সাথে গল্প করার দুর্দান্ত সময়। সপ্তাহের শেষ দিকে নিজের হৃদস্পন্দন সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে উঠবেন। চাপ মু্ক্ত থাকার চেষ্টা করুন। তাই বিশ্রাম নেওয়ার প্রতি জোর দিন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে পরিচিতি মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। বিনিয়োগ ও নতুন উদ্যোগের জন্য এটি সঠিক সময়। সপ্তাহের মাঝ দিকে পুরানো পরিজন ও সম্পর্কগুলোকে পুনরুজ্জীবিত করার পক্ষে সময়টি ভালো। আলোচনায় পরিষ্কার থাকুন ও সর্বোচ্চ নীতিগুলোতে দৃঢ় থাকুন। সপ্তাহের শেষ দিকে কোনো কঠিক কাজ সম্পন্ন করতে পরায় বন্ধুরা আপনার ভূয়সী প্রশংসা করবে। যদি প্রেমে করার সুযোগ না হারান তবে সমগ্র জীবনে এই সময়টা ভুলবেন না।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে বিতর্ক ও অফিস রাজনীতি- সব কিছু্তেই শাসন করবেন। সমস্ত সমস্যা যা এতদিন জর্জরিত করছিল সেগুলো অদৃশ্য হয়ে যাবে। সপ্তাহের মাঝ দিকে ভালো ধারণায় পূর্ণ থাকবেন। পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশ্যা বর্হিভূত আর্থিক লাভ এনে দেবে। তবে আর্থিক বিনিয়োগের সময় কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। সপ্তাহের শেষ দিকে পরিবারসহ কোনো নিকট আত্মীয়ের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। এটি অবশ্যই আপনার ভালো সময়। কোনো পুরানো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত ও অবিশ্বাস্য লাভ এনে দেবে।
আরও পড়ুন