Published : 28 Apr 2024, 11:52 PM
উপজেলা নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া এক প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ানোর পর তার বহিষ্কারাদেশ তুলে নিয়েছে বিএনপি।
তার নাম রোমানা আহমেদ। তিনি মেহেরপুর সদর উপজেলায় সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছিলেন।
রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় জাতীয় নির্বাচন থেকে বিরত থাকা বিএনপি এবার উপজেলা নির্বাচনেও নেই।
তবে দলীয় এই অবস্থান সত্ত্বেও আগামী ৮ মে দেড়শটি উপজেলায় যে ভোট হতে যাচ্ছে, তার অনেকগুলোতেই বিএনপি নেতারা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গণমাধ্যমে তাদেরকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গত ২ দিনে ৭৬ জনকে বহিষ্কার করে বিএনপি। এদের মধ্যে একাংশ চেয়ারম্যান পদে, একাংশ ভাইস চেয়ারম্যান এবং একাংশ সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই প্রার্থীদের মধ্যে বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতারাও আছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব নেতাদেরকে উদ্দেশ করে বলেছেন, “দলে থাকবেন আর অশুভ শক্তির সঙ্গে আঁতাত করবেন, এটা হয় না।"
রোমানা আহমেদ মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি সদস্য।
গত ২৬ এপ্রিল বহিষ্কৃত হওয়ার পর এলাকায় পর্যায়ে সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
এরপর বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, “রুমানা আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে নিজের ভুল বুঝতে পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।”