জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 03 Aug 2024, 01:18 PM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তাবয়িত হবে আর অবিশ্বাস্য লাভ এনে দেবে। একে অপরকে ভালো করে জানা ও বোঝার জন্য প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন। সপ্তাহের মাঝদিকে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো আপনার মনকে দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। কারণ অলস মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা। সপ্তাহের শেষদিকে খুচরা ও পাইকারী বিক্রেতাদের জন্য সময়টি ভালো। স্বামী/ স্ত্রী অবিশ্বাস্য উচ্চতার সঙ্গে নিজেকে রাজা/ রানির মতো মনে করবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে বন্ধু বান্ধব আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কোনো পুরানো বন্ধুর সাথে পুনর্মিলন উদ্দীপনা বাড়িয়ে তুলবে। সপ্তাহের মাঝদিকে এক জায়গায় দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করুন আর অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারেন। সপ্তাহের শেষদিকে, মন হল জীবনের প্রবেশ দ্বার, কারণ ভালো মন্দ যাই ঘটুক না কেনো তা মনের মাধ্যমেই আসে। বিষাদ ঝেড়ে ফেলুন যা জড়িয়ে রেখেছে আপনাকে আর উন্নতিকে ব্যহত করছে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে। আত্মীয়দের সাথে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যবহার করে হৃদয় জয় করে নিন। নিঃসঙ্গতা এড়ানোর জন্য বন্ধুদের সাথে সময় কাটান। সপ্তাহের শেষদিকে সন্তানের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন। যাতে নিজেরও স্বপ্ন পূরণ হয়। ভবিষ্যত প্রজন্ম সর্বদা উপহারের জন্য আপনাকে মনে রাখবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে। আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে একজন আত্মীয় আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন। তবে সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে। সপ্তাহের শেষদিকে বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ করতে পারেন। বন্ধুবান্ধবদের সাহায্য আর্থিক ঝঞ্ঝাট দূর করবে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে যদি কেনাকাটা করতে যান তবে অপব্যয় থেকে দূরে থাকুন। সুস্বাস্থ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে সক্ষম করবে। অন্য মানুষের প্রশংসা করে সাফল্য ভোগ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। সপ্তাহের শেষদিকে ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে। আত্মীয়রা দুঃখ ভাগ করে নেবে। সমস্যাগুলো তাদের সাথে খোলা মনে ভাগ করে নিন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে দান করার মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে। কারণ সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন। হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। এর চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন। সপ্তাহের মাঝদিকে প্রবল সহনশীলতা ও নির্ভিকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। এই গতি ধরে রাখুন যাতে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আপনাকে উৎসাহিত করে। সপ্তাহের শেষদিকে যদি সময়কে আরও ভালোভাবে সংগঠিত করেন তবে নিজের অবসর সময়টির সুযোগ নিতে পারেন। আর প্রচুর আর্থিক উপার্জন করতে পারেন। এ সময় করা বিনিয়োগ আর্থিক সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে সামঞ্জস্যপূর্ণ কঠোর শ্রম কর্মক্ষেত্রে ভালো ফল দিতে পারে। সীমাহীন সৃজনশীলতা ও উদ্যম আরেকটি লাভজনক সময়ের দিকে নিয়ে যাবে। সপ্তাহের মাঝদিকে আবেগের দিক থেকে খুব একটা স্থিতিশীল থাকবেন না। তাই অন্যদের সামনে কীভাবে ব্যবহার করবেন আর কী বলবেন সে বিষয়ে সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে আপনার রসবোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে। কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার বিষয়টি ভেতরে থাকে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়বে। কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। সপ্তাহের মাঝদিকে ভ্রমণ বিনোদন সামাজিকতা এ সময় আপনার কর্মসূচীতে থাকবে। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে স্বপরিবারে অনুষ্ঠানে যান। সপ্তাহের শেষদিকে পরিস্থিতি সামলানোর ফলে উদ্বেগের সৃষ্টি হলেও সহজেই বুঝতে পারবেন এটি সাবানের বুদবুদের মতো সবই ভিত্তিহীন। বুঝে খরচ করুন। আজেবাজে খরচ না করতে চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চড়ার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকুন। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতের লাভের জন্য ভালো ভিত্তি প্রস্তর স্থাপন করাবে। সপ্তাহের মাঝদিকে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। কর্মক্ষেত্রে শক্ররা শুধুমাত্র একটি ভালো কাজের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। সপ্তাহের শেষদিকে প্র্রেমের জীবনে আশা আনবে। এ সময় সঙ্গীর রোমান্টিক দিকের চরমমাত্রা প্রদর্শিত হতে পাপরে। কর্মক্ষেত্রে একজন অসাধারণ মানুষের সাথে দেখা হতে পারে। জ্যেষ্ঠরা কাজের জন্য মুগ্ধ হতে পারেন। অনুকূল সময় দান করবার মনোভাব আশীর্বাদ হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে খুচরা ও পাইকারী বিক্রেতাদের জন্য সময়টি অত্যন্ত ভালো। ভালোবাসার মানুষ বা স্বামী/ স্ত্রীর কাছ থেকে পাওয়া যে কোনো ফোন সময়টি সুন্দর করে দেবে। চলাচলের সময় সাবধানতা অবলম্বন করুন। বিশেষ করে ক্রসিংয়ে যত্ন নিয়ে গাড়ি চালান। সপ্তাহের মাঝদিকে আইটি চাকুরিজীবীরা এ সময় বিদেশ থেকেও কোনো ডাক পেতে পারেন। এ সময় দূরের জায়গা থেকে সুখবর আসতে পারে। সপ্তাহের শেষদিকে মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে পুরানো ধারণা আপনার প্রগতিকে ব্যহত করবে। সঙ্গীর কাছ থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন। যৌথ ব্যবসায়ে সন্দেহজনক আর্থিক প্রকল্পে বিনিয়োগ করবেন না। সপ্তাহের মাঝদিকে দুর্ঘটনা সামান্য কাটা ছেঁড়া বা আঘাত ও ক্ষত হওয়ার সম্ভাবনা আছে। তাই ধারালো জিনিসগুলো হাতে নেয়ার সময়, যানবাহন চালানোর সময় বা কোনো খেলাধুলা করার সময় সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে একটি প্রতিবেশি রাষ্ট্রে সংক্ষিপ্ত ভ্রমণ চূড়ান্ত আকারে দেবেন। সফর ও আনন্দ ভ্রমণ অত্যন্ত শিক্ষামূলক হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে সময়টি ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য, প্রেম করতে থাকুন। খাওয়া ও পান করার সময় সাবধান হন। না হলে অসুস্থ হতে পারেন। যদি আচমকা সিদ্ধান্ত নিয়ে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নেন তাহলে সেটা খারাপ সময় হতে পারে। সপ্তাহের মাঝদিকে জীবনসঙ্গী সাম্প্রতিক-কালের সব মতভেদ ভুলে তার সুন্দর অনুভূতি প্রদর্শন করবে। মানসিক স্বচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে এক প্রাধান্য এনে দেবে। সপ্তাহের শেষদিকে বুঝতে হবে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর আর এটি মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। হতাশার মনোভাব নাগালে আসতে দেবেন না। জলপথে ভ্রমণ উচিত হবে না। বিপদের আশঙ্কা আছে।
আরও পড়ুন