জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 07 Sep 2024, 11:31 AM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা উচিত। সপ্তাহের মাঝদিকে একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সপ্তাহের শেষদিকে পেশা সংক্রান্ত বিষয়ে পরিবর্তন করার সময়, যা আপনি করতে চেয়েছেন। চোখ কখনও মিথ্যা বলে না। সঙ্গীর চোখের বিশেষ কিছু এ সময় আপনাকে বলবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত জীবনের কৌতুকময় অধ্যায় চলতে পারে। তবে সত্যি আবেগ প্রবণ হয়ে যাবেন যখন বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাগে আসতে থাকবে। সপ্তাহের মোঝদিকে দুর্ঘটনা সামান্য কাটা বা আঘাত ও ক্ষত হওয়ার সম্ভাবনা। তাই ধারালো জিনিসগুলো হাতে নেওয়ার সময় বা যানবাহন চালানোর সময় বা কোনো খেলাধুলা করার সময় সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে যদি দীর্ঘযাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের অভ্যাস জরুরি প্রমাণিত হবে। ভ্রমণের শিক্ষামূলক বিষয় সচেতনতা বাড়িয়ে তুলবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনা সামনি মোকাবিলার জন্য নিয়ে যাবে। সপ্তাহের মাঝদিকে বিবাহিত জীবন আগে এত রঙিন ছিলনা, স্বামী/ স্ত্রীর সঙ্গে একটি গভীর ভাবপূর্ণ খোশগল্প করবেন। কোনো নতুন ব্যবসার জন্য চিন্তা করতে পারেন। সপ্তাহের শেষদিকে দুরাচার লোকদের থেকে নিজেকে দূরে রাখুন। রাস্তায় যানবাহনে সতর্কভাবে চলাফেরা করুন। বহুমুখি কর্মকাণ্ডে দৈহিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কাজের চাপে মন দখল করে থাকায় প্রিয়জন অপরিমেয় রোমান্টিক আনন্দ দেভে। উপলব্ধি করতে পারবেন সঙ্গী কতটা ভালোবাসে। সপ্তাহের মাঝদিকে কিছু অনিবার্য পরিস্থিতির কারণে অস্বস্তি বোধ করতে পারেন। তবে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। সপ্তাহের শেষদিকে স্বামী/ স্ত্রীর মধ্যে মিল ঘটানোর পক্ষে একটি ভালো সময়। পরিবারে জড়িত দুজন ব্যক্তি তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া উচিত। ব্যবসার কারণে ভ্রমণ হতে পারে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে যারা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে জড়িত তারা অপ্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেন। পরিবার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এ সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। সপ্তাহের মাঝদিকে প্রেমে বেদনায় আপনাকে ঘুমাতে দেবে না। গভীরভাবপূর্ণ ভালোবাসার উচ্ছাস অনুভূত হবে। এরজন্য সময় বের করতে কার্পণ্য করবেন না। প্রেমের স্মৃতি এই সময়ে দখল করে থাকবে। সপ্তাহের শেষদিকে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে। সেগুলো চেপে রাখার কারণে শারীরিক সমস্যা বাড়াবে। শারীরিক কাজকর্মের সাথে এটি হাত থেকে মুক্তি পান।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছেন এমন কারও কাছ থেকে একটি ফোন কল পেতে পারেন। বন্ধু ও আত্মীয় স্বজনের ওপর নিজের মত চাপাবেন না। এতে নিজের স্বার্থহানী হবে আর তারা হবেন বিরক্ত। সপ্তাহের মাঝদিকে কোনো পুরানো বন্ধুর সাথে দেখা করে সময়টা উজ্জ্বল করুন। পারিবারিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সমারোহের জন্য শুভ সময়। সপ্তাহের শেষদিকে উৎসাহময় সময় যেহেতু ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। প্রেমের জীবন গতিশীল হবে। সঙ্গী বিচলিত হতে পারে যদি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। ভালোবাসার ছলনা এ সময় আবদ্ধ করে রাখবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে পরিচিত মানুষের মাধ্যমে উপার্জনের নতুন উৎস তৈরি হবে। সাফল্যের সূত্র হল এমন মানুষের উপদেশে পয়সা খাটানো যার উদ্ভাবনীমূলক ও ভালো অভিজ্ঞতা আছে। সপ্তাহের মাঝদিকে আত্মীয়দের কাছে ছোট সফর নিজের ক্লান্তিকর দৈনিক কাজের সূচী থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে। মনে রাখবেন সহযোগিতাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। সপ্তাহের শেষদিকে ঘরে উৎসবের বার্তাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে এতে অংশগ্রহণ করছেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে যারা শিল্প ও নাটকের সাথে জড়িত আছেন তারা সৃষ্টিশীলতার সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। নিজের চেহারা ও ব্যক্তিত্ব ঠিক রাখার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। সপ্তাহের মাঝদিকে কমিশন ডিভিডেন্ট বা রয়্যাল্টি থেকে লাভ পাবেন। সামান্য জিনিসে মন দেবেন না। এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িযে তুলবে। সপ্তাহের শেষদিকে যদি কমনীয়তা ও বুদ্ধি ব্যবহার করেন তবে মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন। আপনার সোনালি দিনগুলো মনে করার সাথে সাথে শৈশবের স্মৃতিগুলো রোমন্থন করবেন।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে সতর্ক থাকুন কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। সপ্তাহের মাঝদিকে কোনো কিছুর ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন। উজ্জ্বল দিতে তাকান আর নিজের বিবেচনার ভিত্তিতে নির্দিষ্ট পরিবর্তন দেখেতে পাবেন। সপ্তাহের শেদিকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আর্থিক লেদেনের ক্ষেত্রে। এ সময় করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে তবে অংশীদারদের কাছ থেকে কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সম্মুখিন হতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে ঘাবড়াবেন না। এটা স্বাস্থ্যের জন্য যেমন, তেমনি ব্যবসার মুনাফার জন্যও জরুরি। সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। সপ্তাহের মাঝদিকে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। বন্ধুদের উদারতার সুযোগ নিতে দেবেন না। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে। সপ্তাহের শেষদিকে নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার এটাই আদর্শ সময়। সাফল্যে পৌঁছানোর আগে উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কাজের পরিকল্পনায় কেউ ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই চারপাশে কী ঘটছে সেটার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সময় কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে নিজের সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে সাহায্য করবে। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙা করে তুলবে। ধ্যান পরিত্রাণ আনবে। সপ্তাহের শেষদিকে যদি কেনাকাটা করতে যান তবে বেশি অপব্যায়ী হওয়া এড়ান। হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। বরং উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে দূরের আত্মীয়রা যোগাযোগ করতে পারেন। প্রেমঘটিত যোগাযোগ বাড়বে। এমন একটি সময় যখন রোমন্টিক ভ্রমণে যেতে পারেন। সপ্তাহের মাঝদিকে ব্যাংকিং করবার সতর্কতার সাথে সামলাতে হবে। কর্মক্ষেত্রে শক্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে আর তারা আপনার ওপর ভালোবাসা বর্ষণ করবেন। সপ্তাহের শেষদিকে কোনো সামাজিক কারণে সেচ্ছাসেবকের কাউকে সাহায্য করা আপনার ক্ষেত্রে আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে। দান করার মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে। কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন।
আরও পড়ুন