তৈলাক্ত ত্বকে মেইকআপ করার উপায়

তৈলাক্ত ত্বকে মেইকআপ বসানো এবং স্থায়ী করা বেশ কষ্টকর।

লাইফস্টাইলডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 09:13 AM
Updated : 17 Oct 2018, 09:13 AM

মুখের যে অংশে বেশি তেল ওঠে বেশিরভাগ সময় দেখা যায় সেই স্থান থেকে মেইকআপ উঠে গেছে। ফলে চেহারায় একটা কৃত্রিম ভাব চলে আসে।

তৈলাক্ত ত্বক মেইকআপের উপযোগী করে তুলতে ও মেইকআপ করা ধাপ সম্পর্কে জানান রূপসজ্জাকর হিমেল নবাব।

- যাদের ত্বক তৈলাক্ত তারা মেইকআপের আগে ত্বকে বরফ ঘষে নিতে পারেন। এতে তেল ওঠার প্রবণতা কমে যায়।

- মেইকাপের আগে ভালো মতো ত্বক পরিষ্কার করে সামান্য পরিমাণে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক তা শুষে নিলে উন্নত মানের প্রাইমার লাগিয়ে নিন।

- কেউ যদি প্রাইমার ব্যবহার করতে না চান তাহলে ত্বকে প্রথমে ফাউন্ডেশন ব্যবহার করে তারপর পানি স্প্রে করে নিতে হবে। পানি ব্যবহারে মেইকআপ ভালোভাবে ত্বকে স্থায়ী হবে। এতে দীর্ঘক্ষণ তেল উঠবে না।

- তৈলাক্ত ত্বকে  তরলধর্মী প্রসাধনী ব্যবহার কার্যকর। তেল বা ক্রিমধর্মী প্রসাধনী এড়িয়ে চলাই ভালো। এতে বাড়তি তেল যোগ হবে না।

- ফাউন্ডেশন ব্যবহারের পর লুস পাউডার, কম্প্যাক্ট পাউডার ইত্যাদির যে কোনোটা নিজের সুবিধা মতো বেছে নিতে পারেন। পাউডার তেল শুষে নিয়ে মেইকআপ স্থায়ী করতে সাহায্য করে।

ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন