চারদিনের আসরে চারটি বিষয় ধরে সাজানো হয়েছে এবারের আয়োজন।
Published : 13 Jan 2025, 12:45 PM
উদ্যোক্তা, দেশীয় ডিজাইনার, ফ্যাশন শো, ফ্ল্যাশ রানওয়ে, কনসার্ট, মডেল আর নিজস্ব শৈল্পিক চিন্তায় পোশাকে নকশা ফোটানো- এমন সব আয়োজন নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আর্কা ফ্যাশন উইক ২০২৫’।
রাজধানীর তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।
সকাল ১১টায় শুরু হয়ে রাত ১০টায় শেষ- এই তথ্য জানিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘আর্কা ফ্যাশন উইক’য়ের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার বলেন, “এবারের আয়োজনের নতুন বিষয় হল ‘মাস্টারক্লাস’। ফ্যাশন বিষয়ক এই ওয়ার্কশপে প্রতিটি সেশনে থাকবেন একজন বিশেষজ্ঞ ও একজন তরুণ ডিজাইনার।”
দেশীয় পোশাক নকশাকরদের নানান সংগ্রহ মেলে ধরতে আয়োজনে থাকছে ফ্যাশন শো।
আয়োজক কমিটি’র অন্যতম সদস্যা, মডেল, কোরিওগ্রাফার আজরা মাহমুদ এই বিষয়ে প্রশ্নের উত্তরে বলেন, “এবার প্রায় ৬শ’ আবেদনকারীর মধ্য থেকে ১শ’ জন বাছাই করে চূড়ান্তভাবে ২৫ জন নতুন মডেল উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি পরিচিত মডেলদের উপস্থাপনাও দেখা যাবে।”
শুধু একটা পোশাকের মেলা নয়, ফ্যাশন সম্পর্কিত সব ধরনের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে অনুষ্ঠিত হওয়া এবারের আসরে যথারীতি থাকছে ‘মার্কেটপ্লেস’। যেখানে মিলবে লাইফস্টাইল ও ফ্যাশনের সব ধরনের অনুষঙ্গ।
আয়োজনের মধ্যে আরও থাকছে- ডিজাইন ল্যাব, ফ্ল্যাশ রানওয়ে, আয়োজনের দ্বিতীয় দিন থেকে শেষ দিন পর্যন্ত কনসার্ট, ফুডজোন ইত্যাদি।
আয়োজক সদস্য সাংবাদিক শেখ সাইফুর রহমান ‘আর্কা ফ্যাশন উইক ২০২৫’য়ের সার্বিক এসব বিষয় সংবাদ সম্মেলনে মেলে ধরেন।
তিনি আরও জানান এবার চারদিন চারটি বিষয়বস্তু ধরে আয়োজনের সমন্বয় সাধন করা হয়েছে। সেগুলো হল- প্রথম দিন ‘ডেনিম’, দ্বিতীয় দিন- ‘মডার্ন কনটেম্পোরারি’, তৃতীয় দিন- ‘ফিউশিন’ এবং চতুর্থ দিন- ‘সাস্টেইনেবিলিটি’
উল্লেখ্য শুধুমাত্র কেনা-বেচার উদ্দেশ্যে নয় বরং দেশের ফ্যাশন শিল্পের বিস্তৃতি আর নতুন প্রজন্মের চিন্তাধারার বিন্যাসের লক্ষ্য নিয়ে ‘আর্কা ফ্যাশন উইক’ প্রথবার অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ২৬ থেকে ২৮ অক্টোবর। আর দ্বিতীয়বার আয়োজিত হয় পরের বছরেই ১৩ থেকে ১৬ জুন।