Published : 20 Feb 2025, 03:28 PM
হতে পারে গোসলের পর গা মোছা বা রান্নাঘরে হাত মোছার ছোট তোয়ালে- নিত্য ব্যবহারের এই পণ্য হয়ত দ্রুত নষ্ট হয়ে যায় ঠিক মতো ব্যবহার না করার কারণে।
এমনকি পরিষ্কার করার সঠিক পদ্ধতি অনুসরণ না করলেও দ্রুত ক্ষয়ে যেতে পারে।
তোয়ালে কতদিন টেকে?
যদি মনে না পড়ে কবে ব্যবহারের তোয়ালেটি কিনেছেন, তবে সেটা হয়ত পরিবর্তন করার সময় চলে এসছে।
এই মন্তব্য করে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পোশাক বিশেষজ্ঞ লিসা মিলব্র্যান্ড বলেন, “সাধারণভাবে একটি তোয়ালে দুই থেতে তিন বছর টেকে।”
তবে সেটা নির্ভর করবে মান ও কাপড়ের ওপর। পাশাপাশি কীভাবে যত্ন নেওয়া হচ্ছে সেটার ওপরেও তোয়ালে টেকসই হওয়ার মাত্রা কমতে পারে।
যেসব ভুলে তোয়ালে দ্রুত নষ্ট হয়ে যায় সেগুলো হল-
বেশি সাবান ব্যবহার করা: মনে হতে পারে বেশি সাবান মানেই বেশি পরিষ্কার। বিশেষ করে রান্নাঘরের তোয়ালে ধোয়ার ক্ষেত্রে এরকম বুদ্ধি আসতেই পারে।
তবে সাধারণত মনে রাখতে হবে, ওয়াশিং মেশিনে পরিপূর্ণভাবে কাপড় দিলে দুই টেবিল-চামচ পরিমাণ তরল সাবানই যথেষ্ট।
“বেশি সাবান দিলে, ধোয়ার পরও সাবানের অবশিষ্টাংশ থেকে যেয়ে, নষ্ট করে ফেলতে পারে তোয়ালে”- একই প্রতিবেদনে মন্তব্য করেন, নিউ ইয়র্ক’য়ের ‘কর্নেলি ইউনিভার্সিটি’র তন্তু-বিজ্ঞানের অধ্যাপক ফ্রান্সেস কোজেন।
তিনি বলেন, “সাবানের ব্যবহার করতে হবে ওয়াশিং মেশিনের ‘লোড’য়ের আকারের ওপর। কাপড়ের পরিমাণের ওপর নয়।”
যদি ধোয়ার পরও সাবান লেগে আছে বলে মনে হয়, তবে প্রতি কোয়ার্টার পানির সাথে এক কাপ ভিনেগার মিশিয়ে ডুবিয়ে রাখতে তোয়ালে। তারপর সাধারণভাবে ধুয়ে ফেলতে হবে, বা ওয়াশিং মেশিনে সাধারণভাবে ধুতে হবে।
ব্লিচ ব্যবহার করা: সাদা তোয়ালে থেকে দাগ তুলতে হয়ত ব্লিচ ভালো কাজ করে। তবে সময়ে সাথে এটা ক্ষতিও করে।
কোজেন বলেন, “তোয়ালে ধুতে ব্লিচ ব্যবহারের প্রয়োজন নেই। প্রতিনিয়ত ক্লোরিন ব্লিচ ব্যবহারে তোয়ালের সুতি কাপড় নষ্ট হতে থাকে।”।
ঘন ঘন ধোয়া বা প্রয়োজন মতো না ধোয়া: প্রতিবার ব্যবহারের পর ধোয়া হল তোয়ালের স্থায়িত্ব কমে। আবার প্রয়োজন মতো ধোয়া না হলে জমে ব্যাক্টেরিয়া এবং অন্যান্য জীবাণু।
গোসলের তোয়ালে প্রতি তিন থেকে চারবার ব্যবহারের পর ধোয়া উচিত। আর বাথরুম বা রান্নাঘুরের হ্যান্ড টাওয়েল প্রতিদিন ধোয়া উচিত।
ওয়াশিং মেশিনে বেশি কাপড় দেওয়া: ওয়াশি মেশিনের বেশি করে কাপড় দিলে ভেতরে জায়গা থাকে না ঘোরার। উল্টো একটা কাপড়ের সাথে অন্য কাপড়ের ঘর্ষণ বেশি হয়।
এতে ময়লা তো পরিষ্কার হয়ই না, উল্টো কাপড়ের ক্ষতি হয়।
তাই তয়লা বা অন্য কাপড় একসাথে অনেকগুলো করে ওয়াশিং মেশিনে ধোয়া যাবে না।
ভেজা তোয়ালে ফেলে রাখা: ভেজা তোয়ালে চেয়ারে বা মেঝেতে ফেলে রাখলে ফাঙ্গাস ও ব্যাক্টেরিয়া জন্মানোর পরিবেশ পেয়ে যায়। যা কাপড় নষ্ট করে দিতে পারে।
অন্যান্য কাপড়ের সাথে ধোয়া: সব ধরনের পোশাক, তোয়ালে একসাথে ওয়াশিং মেশিনে ধুলে কাপড়ের ক্ষতি হয়। তাই সব সময় একই ধরনের কাপড় একসাথে ধুতে হবে।
যেমন তোয়ালের সাথে অন্যান্য মোটা সুতির কাপড় ধোয়া যেতে পারে। সিল্ক বা পাতলা কোনো কাপড় নয়।
রান্নাঘরের তোয়ালে ও গোসলের তোয়ালে একসাথে ধোয়া
রান্নাঘরের তোয়ালে বেশি নোংরা হয়। তাই গোসলের তোয়ালে সাথে না ধোয়ার পরমর্শ দেন, কোজেন।
আরও পড়ুন