Published : 26 Feb 2025, 06:23 PM
দ্রুত সময়ে ভেজা চুল শুকানোর জন্য বা কোনো স্টাইল করতে ‘হেয়ার ড্রায়ার’য়ের ব্যবহার নতুন নয়।
তবে সব ‘ড্রায়ার’ সব ধরনের চুলের জন্য নয়। আবার কাজও আলাদা।
শিকাগো ভিত্তিক কেশসজ্জাকর রব রেইস এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চুলের ধরন, প্রকৃতি, ঘনত্ব, দৈর্ঘ্য বুঝে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে হয়। আর সেরা ফলাফল পেতে সঠিক পণ্য ব্যবহারের প্রয়োজন রয়েছে।”
একেক ‘হেয়ার ড্রায়ার’য়ের একের রকম তাপের প্রভাবে একেকভাবে উপকার মিলবে। আর ভুল যন্ত্রের ব্যবহারে চুলে জট-পাকাসহ ক্ষতিও হয়।
সিরামিক হেয়ার ড্রায়ার
সিরামিকের প্রোলেপ দেওয়া তাপীয় উপাদান থাকে। যা সমানভাবে তাপ ছড়িয়ে দিতে সাহায্য করে।
যে ধরনের চুলের জন্য প্রযোজ্য: যদি সন্দেহ থাকে, তবে যে কোনো ধরনের চুলের জন্য সিরামিক হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত। কারণ তাপ সব দিকে সমান ভাবে ছড়িয়ে চুলে জড়তা-ভাব হতে দেয় না। আর চুল থেকে আর্দ্রতা শুষে নেয় না বলে ক্ষতিও হয় না।
রেইস বলেন, “এটা দ্রুত ও কার্যকরভাবে চুল শুকাতে সাহায্য করে।”
আয়োনিক
“প্রচুর পরিমাণে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন তৈরি করে, চুলে থাকা ধনাত্মক চার্জ যুক্ত পানির অনু ভেঙে ফেলতে পারে”- একই প্রতিবেদনে ব্যাখ্যা করেন মার্কিন প্রতিষ্ঠান ‘স্যালন হাইপ’য়ের কর্ণধার কারিসা পোর্টার।
“এটা চুলের গোড়ায় পানি ঢুকতে ও জট পাকানো রোধ করে”, বলেন তিনি।
পাশাপাশি কম তাপে দ্রুত চুল শুকাতে সাহায্য করে।
যে ধরনের চুলের জন্য প্রযোজ্য: যাদের চুল প্রচণ্ড ঘন বা যারা প্রায় সময় জট পাকানোর সমস্যায় ভোগেন তাদের জন্য এই ধরনের হেয়ার ড্রায়ার ব্যবহার করা ভালো। তবে যাদের ‘ফ্ল্যাট’ চুল তাদের ব্যবহার এড়াতে হবে; করলে চুল আরও সমান ও পাতলা দেখাবে।
ইনফ্রারেড
এই ড্রায়ার ভেজা চুলের গোড়ার ভেতর থেকে বাইরের দিকে শুকায়। এই প্রক্রিয়াতে বেশিরভাগ আর্দ্রতা চুলে আটকে থাকে।
“মানে হল, যত্নের সাথে দ্রুত চুল শুকাতে পারে”- বলেন রেইস।
যে ধরনের চুলের জন্য প্রযোজ্য: পোর্টারের মতে, চুলে রং করা হয়েছে পাশাপাশি যাদের চুল শুষ্ক ও ক্ষতি প্রাপ্ত, তাদের এই ড্রায়ার ব্যবহার করা উচিত।
তবে মনে রাখতে হবে, এগুলো বেশ দামি। আর ঘন চুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
টুর্মলিন
এই ধরনের ড্রায়ার’য়ের ভেতরের যন্ত্রে ‘সেমি-প্রেশিয়াস স্টোন’য়ের প্রলেপ দেওয়া থাকে। যেমন – ভেতরের ‘হিটিং কয়েল’ বা ড্রায়ারের ধাতব মুখে। এগুলো আয়নিক এবং ইনফ্রারেডের মিশ্রণেও হয়।
যে ধরনের চুলের জন্য প্রযোজ্য: “যারা জট বা শুষ্ক চুলের সমস্যায় ভুগছে তাদের জন্য এই ধরনের ‘হেয়ার ড্রায়ার’ বেশ কার্যকর”- বলেন পোর্টার।
আরও যা কিছু মাথায় রাখতে হবে
সঠিক পণ্য বাছাই করা যেমন প্রয়োজন, তেমনি জরুরি ব্যবহারের নিয়ম জানা।
“অতিরিক্ত গরম দিয়ে চুল শুকানোর চাইতে তাপ কমিয়ে ‘হেয়ার ড্রায়ার’ ব্যবহার করতে হবে সুন্দর ঢেউ খেলানো চুলের জন্য”- বলেন রেইস।
আর যে ধরনের ড্রায়ারই ব্যবহার করা হোক, চুলে অবশ্যই মাখতে হবে ‘তাপ প্রতিরোধক’।
পোর্টার বলেন, “এগুলো তাপের কারণে হওয়া চুলের ক্ষতি প্রতিরোধ করে। আর্দ্রতা হারানোর পরিমাণ কমায় এবং কিউটিকল’য়ের সরাসরি ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।”
আরও পড়ুন
রং করা চুলে যেভাবে যত্ন নিতে হয়