গরমে চুলের ক্ষতি এড়াতে

গ্রীষ্মের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার আগে কেশ করুন ঝলমলে।

লাইফস্টাইল ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2015, 11:31 AM
Updated : 24 May 2015, 11:31 AM

রোদের তাপ শুধু ত্বক নয় চুলের জন্যও ক্ষতিকর।

হেয়ারস্টাইলিস্ট অ্যাসগার সাবু এই গরমে সুন্দর চুলের জন্য কিছু সহজ টিপস উল্লেখ করেন।

ড্রাই শ্যাম্পু ব্যবহার

যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ড্রাই শ্যাম্পু খুবই উপকারি, জানালেন অ্যাসগার।

তিনি বলেন, “ড্রাই শ্যাম্পু চুল এবং মাথার ত্বকের তেল শুষে নিয়ে চুল কোমল রাখে। চুল শ্যাম্পু করার দুতিন দিন পর ড্রাই শ্যাম্পু ব্যবহার বেশ কার্যকর।”

অতিরিক্ত শ্যাম্পু করা এড়িয়ে চলা

শ্যাম্পু ব্যবহারে চুল শুষ্ক হয়ে যায়। অতিরিক্ত শ্যাম্পু করলে মাথার ত্বকে থাকা প্রাকৃাতিক তেলও ধুয়ে যায়। আর চুল মজবুত রাখতে মাথার ত্বকের প্রাকৃতিক তেল থাকা খুবই জরুরি।

ব্লো ড্রাই এড়িয়ে চলতে হবে

চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করা নতুন কিছু নয়। তবে ড্রায়ারের তাপ চুলের জন্য ক্ষতিকর। চুল ব্লো ড্রাই করলেও অল্প তাপে চুল শুকানো উচিত। কারণ ব্লো ড্রাই করার ফলে মাথার ত্বকের আর্দ্রতা ও প্রাকৃতিক তেল শুকিয়ে যায়।

চুল ঢেকে রাখা

গরমে সূর্যের অতিবেগুনি রশ্মি চুলের জন্য ক্ষতিকর। তাই এই রশ্মি থেকে চুল বাঁচানো অত্যন্ত জরুরি। যতক্ষণ বাইরে থাকা হয় ততক্ষণ চুল ঢেকে রাখতে হবে। তাছাড়া ঢেকে রাখলে মাথার ত্বকের ক্ষতিও কম হবে।

এক্ষেত্রে একটি ওড়না বা স্কার্ফ বা টুপি দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।

ছবির মডেল: সোনিয়া। ছবি: আসাদুজ্জামান প্রামানিক।