জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 18 May 2024, 12:28 PM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে বিষাদ ঝেড়ে ফেল দিন। এটা আপনার উন্নতিকে ব্যহত করছে। শারীরিক অন্তরঙ্গা এ সময় সঙ্গীর সঙ্গে শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে। ব্যবসায়ীক অংশীদাররা সহায়ক আচরণ করবে আর একসাথে কাজ করবে। সপ্তাহের মাঝদিকে কিছু আঘাতের সম্মুখীন হতে পারেন। আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন। সপ্তাহের শেষদিকে ব্যবসায়িক কাজকর্মে বৈদেশিক যোগাযোগ শুভ। সফর করা নতুন স্থান দেখাবে আর গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরও রঙিন মনে হবে। চারপাশ সবকিছু চকমক করবে। কারণ আপনি প্রেমে পড়ে গেছেন। মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে নিজের নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সাথে ভালো বোঝাপড়ার কারণে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে। ব্যবসা ও শিক্ষা কারও কারও জন্য উপকারী হবে। সপ্তাহের শেষদিকে রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন। বিশেষ করে লাল সিগনালে। কারও অবহেলা আপনাকে আহত করতে পারে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে পথে প্রেম আসবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙা করে তুলবে। সপ্তাহের মাঝদিকে যদি আচমকা সিদ্ধান্তে উপনীত হন আর অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তবে সেটা হবে খারাপ সময়। সপ্তাহের শেষদিকে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সঙ্গীর প্রেমের মাধ্যমে সময়টি মঙ্গলময় হয়ে উঠবে। স্বামী/ স্ত্রী বিছানায় আহত হতে পারেন। তাই দুজনেই কোমল হন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে সেইসব আত্মীয়দের প্রতি কৃতজ্ঞত জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছে। কাজে সমমানসিকতার বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য আপনার জন্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হবে। আর আপনাকে খুশি রাখবে। সপ্তাহের মাঝদিকে মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। ভালোবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে। সপ্তাহের শেষদিকে ডেটে যাওয়ার কর্মসূচী ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। সঠিক উপদেশের খোঁজ করুন। বন্ধুবান্ধব আত্মীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সপ্তাহের মাঝদিকে পরিবারের সাথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আর এটি করার জন্য এখন উপযুক্ত সময়। রিয়েল এস্টেটের ব্যবসার সাথে জড়িতরা অভাবনীয় লাভ অর্জন করতে পারেন। সপ্তাহের শেষদিকে প্রেমের জীবন আশা আনবে। আপনার প্রেমিক/ প্রেমিকার থেকে দূরে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। প্রেমে ধীরে ধীরে তবে নিয়মিতভাবে পড়তে থাকবেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আপনার ব্যক্তিত্ব, একটি সুগন্ধির মতো কাজ করবে। নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে আর আর্থিক পুরস্কার নিয়ে আসবে। সপ্তাহের মাঝদিকে দেখা করতে আসা আত্মীয়রা আপনার একটি সময় দখল করে নিতে পারে। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে আপ্রাণ চেষ্টা করুন। আপনার রসবোধ শ্রেষ্ঠ সম্পদ হতে পারে। সপ্তাহের শেষদিকে কোনো পুরানো বন্ধু ফোন করে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে। বন্ধু বান্ধবদের সঙ্গ আপনাকে হালকা ও খুশির মেজাজে রাখবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে পরিচিত কেউ অর্থ কড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে। ক্ষিপ্র গতিতে পদক্ষেপ নেওয়ার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। সপ্তাহের মাঝদিকে আরেকটি উচ্চ শক্তি সম্পন্ন সময় আর অপ্রত্যাশিত আর্থিক লাভ আগে থেকেই দেখা যাচ্ছে। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। সপ্তাহের শেষদিকে আত্মীয়রা দুঃখ ভাগ করে নেবে। আপনার সমস্যাগুলো তাদের সাথে খোলা মনে ভাগ করে নিন। নিশ্চিতভাবে সেসব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে চারপাশে প্রিয়জনের ভালোবাসা অনুভব করবেন। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। সপ্তাহের মাঝদিকে গভীর প্রতিশ্রুতিবদ্ধতা ও নির্ভরযোগ্যতা চারপাশের মানুষকে প্রভাবিত করবে। ফলে চারপাশে শান্তি ও প্রশান্তির পরিবেশ থাকবে। সপ্তাহের শেষদিকে চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আর্থিকভাবে লাভবান করবে। ভালোবাসার মানুষটি আপনার খেয়ালী আচরণ সামলাতে অত্যন্ত দূরহ মনে করবে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে একটি অনুকূল সময় হওয়াতে কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন। মনের কথা বলতে ভয় পাবেন না। ভালো খাবার, রোমান্টিক মুহূর্ত- আপনার জন্য এ সময় সব কিছুর পুর্বাভাষ রয়েছে। সপ্তাহের মাঝদিকে আর্থিক সমস্যা আপনার গঠনমূলক চিন্তার সামর্থকে বিনষ্ট করবে। প্রেমের বেদনা এ সময় আপনাকে ঘুমাতে দেবে না। সপ্তাহের শেষদিকে আপনার কাজে অগ্রগতি সহজেই আসবে। আপনি ব্যক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি দেখবেন যা পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে আপনাদের মধ্যে কেউ কেউ দূর যাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। পেশাদারী ক্ষমতা ব্যবহার করে পেশাগত সম্ভাবনা বাড়ান। কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভের সম্ভাবনা রয়ছে। সপ্তাহের মাঝদিকে একটি মহৎ কাজ করার জন্য এবং আধ্যাত্মিক মূল্যবোধের আরও কাছাকাছি যাওয়ার জন্য সময় ব্যয় করুন। প্রেম আজ ভালোবাসার উচ্ছাসে অভিজ্ঞতা লাভ করবে। সপ্তাহের শেষদিকে হাঁটুর ব্যথায় ভুগতে পারেন। এটিকে অবহেলা করবেন না। বিশেষ করে যখন সাধারণ দুর্বলতা সাথে হচ্ছে। এখন বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ছোটখাট আঘাত লাগতে পারে। রাস্তার লোকের সাথে হঠাৎ বিবাদে জড়াতে পারেন। যেসব শিক্ষার্থীরা শিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের পছন্দের বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। সপ্তাহের মাঝদিকে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে। বিশেষ করে যদি সব কিছু কৌশলী হতে হাতে না সামলান। জ্যেষ্ঠ কর্মকর্তা কাজের জন্য মুগ্ধ হতে পারেন। সপ্তাহের শেষদিকে প্রেম ভালোবাসা একটি সুন্দর কোমল সুগন্ধি ও উজ্জ্বল ফুলের মতো প্রস্ফূটিত হবে। আপনাকে খুশি করার জন্য অভিভাবক ও বন্ধুরা তাদের সেরাটা দেবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে যৌথ ব্যবসায়ে সন্দেহজনক আর্থিক খাতে বিনিয়োগ করবেন না। সঙ্গীর কাছে নিরপরাধ কাজ আপনার সময়টিকে অবিশ্বাস্য করতে পারে। স্বামী/ স্ত্রী বিছানায় আহত হতে পারেন। চলাচলে সাবধানতা অবলম্বন করা উচিত। সপ্তাহের মাঝদিকে বিদেশে থাকা আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। দূরের জায়গার আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারে। সপ্তাহের শেষদিকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সময়ে আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। কর্মক্ষেত্রে কারও কাছ থেকে ভালোবাসার আমন্ত্রণ পেতে পারেন।
আরও পড়ুন