সাজে আসুক বাঙালিয়ানা।
Published : 11 Apr 2025, 12:51 PM
বৈশাখ শুধু পঞ্জিকা বদলের দিন নয়, এটি সংস্কৃতির উৎসবও বটে। যেখানে পোশাক, সাজ, গয়না, এমনকি মেইকআপের মধ্যেও থাকে দেশীয়তার স্পষ্ট ছাপ।
বৈশাখের সাজে মূর্ত হয়ে ওঠে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও শেকড়।
আর বছর বছর একই ছকে না সেজে বরং এবার বাঙালির ‘বাঙালি সাজ’ এই ধারণাকে ধারণ করা যায় চাইলেই।
রঙে বৈশাখের ভাষা
বৈশাখ মানেই লাল-সাদা— এই চিরাচরিত মিশ্রণ এখনও জনপ্রিয়তার শীর্ষে। তবে নতুন ধারার ফ্যাশনে এসেছে নানান বর্ণের সাহসী ব্যবহারও।
“এখন লাল-সাদার বাইরে গিয়েও অনেকে জামদানি, সুতি বা লিনেনে বেছে নিচ্ছেন হলুদ, কমলা, হালকা নীল, মেরুন এমনকি সবুজের শেইড। তবে সঙ্গে দেশীয় মোটিফ বা হস্তশিল্পের ছোঁয়া থাকছে অবশ্যই” বলেন দেশি ফ্যাশন হাউজ বিবিয়ানার প্রধান ও ডিজাইনার লিপি খন্দকার।
গরমের দিনে হালকা রং চোখে আরাম দেয়, ছবি তোলার সময়ও ফ্রেমে প্রাণ এনে দেয়। তাই বৈশাখে প্যাস্টেল রঙের দেশি সাজ হতে পারে দারুণ এক বিকল্প।
পোশাকে দেশীয় ছোঁয়া
বৈশাখে নারীদের সাজে এখন আবার ফিরে আসছে ঢোলা কাটের কামিজ, হাতার কাজ, এবং ওড়নায় ব্লক প্রিন্ট কিংবা নকশীকাঁথার ছাপ। তবে শাড়ির জায়গা কোনো কিছুই নিতে পারেনি।
সুতি, ঢাকাই জামদানি, কিংবা মসলিন ঘরানার শাড়ি এখন তরুণীদের পছন্দের প্রথমে থাকে। গরমের দিনে আরামদায়ক হতে পারে সাদা ওপর লাল বর্ডার কিংবা হালকা নকশার সুতি শাড়ি।
পাঞ্জাবি এখন শুধু ঈদের জন্য নয়, বৈশাখেও ছেলেদের স্টাইলের প্রকাশ হয়ে উঠেছে।
সুতি কুর্তা বা পাঞ্জাবির সঙ্গে ধুতি কিংবা পায়জামা পরে উৎসবমুখর আবেশে বৈশাখ উদযাপন করতে পছন্দ করেন তরুণরা। অনেকে আবার জিনসের সঙ্গে স্টাইল করছেন ‘হ্যান্ডপেইন্টেড’ পাঞ্জাবি।
বৈশাখের পাঞ্জাবিতে লাল, অফ হোয়াইট, সানগ্লো ইয়েলো ও পিচ রং এবারের ট্রেন্ড। দেশীয় ফুল, পাখি বা নকশীকাঁথার মোটিফের পাঞ্জাবি হতে পারে বৈশাখের জন্য যথাযথ।
মেইকআপ হোক সহজ-স্নিগ্ধ সৌন্দর্য
গরমের দিনে ভারী মেইকআপ মানায় না। বিশেষ করে বৈশাখের দুপুরের প্রখর রোদের কথা মাথায় রেখে মেইকআপে রাখতে হবে হালকা।
“এই সময়ে স্কিনকেয়ারটা হতে হবে প্রথম ধাপ। হালকা প্রাইমার দিয়ে মুখ প্রস্তুত করে, টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহার করলেই হবে। হালকা ব্লাশ, মিনিমাল হাইলাইটার আর লিপস্টিকে ম্যাট ফিনিশ বেছে নিতে পারেন” বলেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি।
চোখে রঙিন লাইনার বা একটুখানি কচিপাতার সবুজ, গাঁদা ফুলের কমলা কিংবা হালকা মেরুন শেইড ব্যবহার করে বৈশাখের রঙকে মেলে ধরতে পারেন চোখে।
কেউ চাইলে চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিকেই সেরে ফেলতে পারেন বৈশাখী সাজ।
গয়নায় ফিরে আসুক মাটির গন্ধ
বৈশাখ মানেই দেশীয় গয়নার ছড়াছড়ি। গলায় মাটির গয়না, হাতে পুঁতির চুড়ি, কানে টেরাকোটার দুল কিংবা কাঠের তৈরি হার— এই সবকিছুর মধ্যেই খুঁজে পাওয়া যায় বাঙালি শিকড়।
“নারীরা এখন ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ করছে— মাটির হার, কাঠের দুল আর পুঁতির চুড়ির সংমিশ্রণে একেবারে ভিন্নধর্মী লুক তৈরি করছে" বলেন নকশি গয়নার অনলাইন উদ্যোগ তাসা-র গয়না ডিজাইনার সঙ্গীতা ওয়াহিদ।
ছোটখাটো স্টাইল টিপস
চুলে ফুল: গাঁদা, রজনীগন্ধা কিংবা বেলি— যে কোনো দেশীয় ফুল চুলে গুঁজে নিলে দেশীয় আবেস আসবে।
খোঁপায়, চুলে বিনুনিতে কিংবা চুল খোলা রেখেও ক্লিপ দিয়ে লাগানো ফুল, যা সাজে এনে দেবে ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া।
বাঁশের ব্যাগ বা হাতপাখা: অনেকেই এখন হাতের ব্যাগের জায়গায় বেছে নিচ্ছেন বেতের বা বাঁশের তৈরি হ্যান্ডব্যাগ, যেখানে দেশীয় কারুশিল্প ফুটে ওঠে। সঙ্গে ছোট্ট হাতপাখা, সাজের অঙ্গ হিসেবে যেমন দারুণ, তেমনি গরমেও উপকারী।
টিপ: একটি টিপ, হোক তা বড় কালো বা ছোট্ট লাল। এটি কিন্তু সাজের শেষ ছোঁয়া হয়ে থাকে। যা চেহারার সৌন্দর্যকে যেন আলাদাভাবেই ফুটিয়ে তোলে।
আরও পড়ুন