পাহাড়ে বাবার খামারে মেয়ের অনলাইন ক্লাস
মাজহার সরকার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2022 02:49 PM BdST Updated: 07 Jan 2022 02:49 PM BdST
-
ফিয়ামাত্তা (১০), ফটো: মার্টিনা ভ্যালেন্টিনি, রয়টার্স
-
-
করোনাভাইরাস মহামারীতে স্কুল বন্ধ থাকায় পাহাড়ে বাবার খামারে টেবিল-চেয়ার পেতে অনলাইন ক্লাস করছে ১০ বছরের এক স্কুলছাত্রী। এমনই একটি ছবি ২০২১ সালের ‘আলোচিত ছবি’ হিসেবে উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমগুলোতে।
করোনাভাইরাসের প্রকোপে গত বছরের মার্চে ইতালির উত্তরের প্রদেশ ত্রেনতিনোকে ‘রেড জোন’ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। বিধিনিষেধের কারণে বন্ধ হয়ে যায় স্কুলগুলো, ঘরে বসে অনলাইনে পাঠ নেয় লাখ লাখ শিশু।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানায়, ওই প্রদেশের মেজোলোম্বারডো শহরে একটি স্কুলের চতুর্থ গ্রেডের ছাত্রী ফিয়ামাত্তা (১০)। এক হাজার মিটার উঁচু ভ্যাল ডি সোল নামে পাহাড়ে বাবার ছাগলের খামারের ভেতর টেবিল-চেয়ার পেতে অনলাইন ক্লাস করে সে। দুর্গম অঞ্চলে থেকেও শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সংযুক্ত থেকে পড়াশোনা চালু রাখার এ চেষ্টা নজর কেড়েছে অনেকের।

ফিয়ামাত্তার মা পেশায় একজন সামাজিক স্বাস্থ্যকর্মী। তিনি জানান, মেয়েকে তিনি তার কর্মস্থলে নিয়ে যেতে পারেন না। তাই সে বাবার খামারে থেকেই পড়াশোনা করে।

পড়াশোনার পাশাপাশি ফিয়ামেত্তা তার বাবাকে পশু দেখাশোনা করতে সাহায্য করে। তার বাবা বলেন, “শ্রেণিকক্ষ ও পশুপালন দুটি খুব আলাদা শেখার সরঞ্জাম, তবে উভয়ই একটি শিশুর বিকাশের জন্য খুব দরকারি।”
সর্বাধিক পঠিত
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- বাবার বাঁধানো ছবির পাশে এসে দাঁড়াই
- ঝড়ের দিনে আম কুড়ানো
- শিশুর হঠাৎ জ্বর, ওমিক্রন হলেও দুশ্চিন্তা নেই
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- শিশুর দেরিতে কথা বলা, কারণ ও করণীয়
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- শিশু খেতে চায় না, সত্যিই কি এটা কোন রোগ
- বঙ্গবন্ধুর বাংলা জন্ম তারিখ কি আমরা জানি!
- চারটি মজার গল্প