ডেঙ্গুতে এক দিনে ভর্তি ১১৯৭ জন, মৃত্যু ৫

ভর্তি রোগীদের মধ্যে ২৮৬ জন ঢাকা মহানগরে এবং ৯১১ জন দেশের অন্যান্য হাসপাতালে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 12:46 PM
Updated : 20 Nov 2023, 12:46 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২৮৬ জন ঢাকা মহানগরে এবং ৯১১ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৩ জনের এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২।

এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৩ লাখ ২ হাজার ৪৫২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫৪ জনে।

এ বছর ঢাকায় ১ লাখ ৫ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ৯৬ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯০৪ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৪ হাজার ৬৫৩ জন রোগী। তাদের মধ্যে ১ হাজার ১৯৩ জন ঢাকায় এবং ৩ হাজার ৪৬০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হন। নভেম্বরের প্রথম ২০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ২৭৭ জন রোগী।

মৃত্যুর মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ২০ দিনে মৃত্যু হয়েছে ২০৫ জনের।

Also Read: এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়াল