‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ সিনেমার জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর তাতে গলা মেলালেন কলকাতার শিল্পী নচিকেতা চক্রবর্তী। ঢাকায় ওই আড্ডায় আরও ছিলেন সংগীতশিল্পী রবি চৌধুরী, গীতিকার কবির বকুল, অভিনয় শিল্পী দম্পতি বৃন্দাবন দাস, শাহনাজ খুশী ও তাদের দুই ছেলে দিব্য, সৌম্যসহ আরও অনেকে। গানের ভিডিও ফেইসবুকে প্রকাশ করে চঞ্চল লিখেছেন, “আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি।“
Published : 04 Mar 2023, 03:13 PM