মুক্তির এখনও অনেকটা সময় বাকি থাকলেও অনেকদিন ধরেই আলোচনায় রায়হান রাফী ও আফরান নিশো যুগলবন্দীর ‘সুড়ঙ্গ’ সিনেমা। হালে সিনেমাটি আবারও শিরোনাম হয়েছে আরেকজনের কারণে; তিনি হলেন নুসরাত ফারিয়া। জানা গেল তিনিও আছেন নিশোর সঙ্গে। না, নায়িকা বদল হয়নি ‘সুড়ঙ্গ’র। নুসরাত ফারিয়া আছেন এই সিনেমার একটি আইটেম গানে। শনিবার গানটির টিজার প্রকাশ করা হয়েছে। আর প্রকাশ্যে আসতেই দর্শকরাও লুফে নিয়েছেন গানটি। কিছুদিন আগে ঢাকার একটি লোকেশনে গানটির শুটিং হয়েছে। সাড়ে তিন মিনিটের এই গানের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রায় ৪০০ নৃত্যশিল্পী। ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ শিরোনামের গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন; কণ্ঠ দিয়েছেন কনা। ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ মুক্তির কথা রয়েছে।
Published : 10 Jun 2023, 06:03 PM