Published : 03 Sep 2022, 09:06 PM
‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি পাচারের মামলায় এবার বলিউড তারকা নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ।
পুলিশের ইকনোমিক অফেন্সেস উইং শনিবার এই অভিনেত্রীকে অন্তত চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে বলে এনডিটিভি জানিয়েছে।
ভারতের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর আগে চন্দ্রশেখর ও নোরাকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করেছিল।
দিল্লি পুলিশের বিশেষ কমিশনার রবিন্দ্র সিং যাদব বলেন, “সুকেশ বলিউডের অনেক অভিনেত্রীকে উপহারসহ অন্যান্য জিনিস দেন। আমরা তদন্ত করছি। এজন্য নোরা ফাতেহিকে ডাকা হয়েছে। সে অভিযুক্ত কি না তা তদন্তের পর বোঝা যাবে।”
আরও ‘দুই-তিন’ জন বলিউড অভিনেত্রীও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তার মধ্যে জ্যাকুলিন ফার্নান্দেজও রয়েছেন।
এর আগে ১৭ অগাস্টে চন্দ্রশেখরের মামলায় দিল্লির আদালতে যে সম্পূরক অভিযোগপত্র জমা হয়েছে, সেখানে জ্যাকুলিনের নাম যুক্ত করা হয়।
নোরা শনিবারের জিজ্ঞাসাবাদে দাবি করেন, সুকেশের সঙ্গে ২০২০ সালের ১২ ডিসেম্বরের আগে কোনো কথা হয়নি তার।
তবে সুকেশ বলেছিলেন, এর দু্ই সপ্তাহ আগেই একটি অনুষ্ঠানের পর নোরার সঙ্গে তার আলাপ হয়।
উপহার হিসেবে বিএমডব্লিউ গাড়ি প্রসঙ্গে নোরা বলেন, প্রাথমিকভাবে গাড়ি দেওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরে তার (নোরা) প্রয়োজন নেই বলে জানান।
“পরে এই বিষয়ে সে ববিকে জানায়। ববি খান তার পারিবারিক বন্ধু। ববি সুকেশের সঙ্গে কথা বলেন। পরে ববিকে নোরা গাড়িটি নিয়ে যেতে বলেন।”
এ বিষয়ে সুকেশের ভাষ্য, তিনি নোরাকে গাড়িটি সরাসরিই উপহার দিয়েছিলেন। এর সঙ্গে ববির কোনো সম্পর্ক নেই।
সুকেশ চন্দ্রশেখরের অর্থ পাচারে ফাঁসলেন জ্যাকুলিন
তাদের মধ্যে বিলাসবহুল উপহার সামগ্রী দেওয়া-নেওয়ার মত যোগাযোগ ছিল কি না এমন প্রশ্নে নোরা বলেন, এরকম কখনোই ছিল না। একবার একটি অনুষ্ঠানে গুচির একটি ব্যাগ ও আইফোন ১২ মডেলের একটি মোবাইল জনসম্মুকে উপহার হিসেবে দেন সুকেশ।
এ বিষয়ে যদিও সুকেশ বলছেন, নোরার নিজেরই পছন্দ করা চারটি ব্যাগ তাকে উপহার হিসেবে দিয়েছিলেন তিনি। সঙ্গে কিছু টাকাও দিয়েছিলেন। সেগুলো নোরার একজন কর্মকর্তা মুম্বাইয়ের একটি শপিং মল থেকে গ্রহণ করেন বলে জানান সুকেশ।
দুই ব্যবসায়ীর কাছ থেকে ২১৫ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে সুকেশকে ২০২১ সালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সুকেশের অর্থ পাচারের তদন্তে নামে ইডি।
এ মামলায় সুকেশ ছাড়াও তার স্ত্রী লীনা মারিয়াকে তিন দিনের রিমান্ড দিয়েছিল আদালত। তারা অর্থপাচার আইনে গ্রেপ্তার হন।
এ বিষয়ে নোরা এর আগে বলেছিলেন, লীনা তাকে ফোন করে লাউডস্পিকারে সুকেশের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। যেখানে সুকেশ তাকে ধন্যবাদ দিয়ে তার (নোরা) ভক্ত বলে জানান। সেই ভালোবাসা প্রকাশ করতেই তাকে একটি নতুন বিএমডব্লিউ উপহার হিসেবে দিতে চান তারা।
এর বাইরে একটি দাতব্য অনুষ্ঠানে লীনা তাকে একটি ‘গুচি ব্যাগ’ ও আইফোন মোবাইল উপহার দেওয়ার কথা জানান নোরা।