শাকিব খানের বিরুদ্ধে আরেকটি মামলা রহমত উল্লাহর

এনিয়ে চারটি মামলা হল; দুটি শাকিব খানের কিরুদ্ধে, দুটি রহমত উল্লাহর বিরুদ্ধে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2023, 01:49 PM
Updated : 30 April 2023, 01:49 PM

চিত্রনায়ক শাকিব খান আর অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর মধ্যে পাল্টাপাল্টি মামলা চলছেই।

শাকিব খানের দুই মামলার আসামি রহমত উল্লাহ এবার আরেকটি মানহানির মামলা করেছেন আদালতে। তাতে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এনিয়ে দুজন পরস্পরের বিরুদ্ধে দুটি করে মামলা করলেন।

শাকিব খান একটি মামলা করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে, আরেকটি চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে।

অন্যদিকে রহমত উল্লাহ দুটি মামলাই করেছেন তার মানহানির অভিযোগে।

রোববার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে রহমত উল্লাহ নতুন মামলাটি করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন বলে আদালতের পেশকার মো. জিসান জানিয়েছেন।

শুটিংয়ে আটকে থাকা সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’ নিয়ে তাদের বিরোধের সূত্রপাত।

চিত্রনায়ক শাকিব খান এই সিনেমায় চুক্তিবদ্ধ। আর অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহ নিজেকে এই সিনেমার সহপ্রযোজক বলে দাবি করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। পাঁচ বছর আগে কাজ শুরু হলেও সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

Also Read: অভিযোগ নিয়ে শাকিব খানের সঙ্গে ‘কথা বলার চেষ্টা’ করবেন নিপুণ

Also Read: অস্ট্রেলিয়ায় ‘হানি ট্র্যাপের শিকার’ হওয়ার কথা বললেন শাকিব খান

Also Read: শাকিব খানের এক মামলায় প্রযোজক রহমত উল্লাহর জামিন

Also Read: এবার শাকিব খানের বিরুদ্ধে রহমত উল্লাহর মামলা

Also Read: এবার ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিব খানের মামলা

এর মধ্যে গত গত ১৫ মার্চ দেশে এসে শাকিব খানের বিরুদ্ধে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ।

তাতে শাকিব খানের বিরুদ্ধে প্রযোজকের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ করার পাশাপাশি বলা হয়, ২০১৭ সালে সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ও করেন শাকিব খান, যা নিয়ে মামলাও হয়।

এর প্রতিক্রিয়ায় রহমত উল্লাহর বিরুদ্ধে ‘চাঁদা দাবি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। তার আগে তিনি গুলশান থানা ও গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে অভিযোগও করে আসেন।

গত ২৩ মার্চ ঢাকার মহানগর হাকিম আদালতে মামলার পর শাকিব খানের জবানবন্দি নেন বিচারক।

এরপর রহমত উল্ল্যাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব খান। ওই মামলাটির তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছে বিচারক।

এদিকে শাকিব খান ‘বাটপার’ বলায় তার বিরুদ্ধে গত ১৩ এপ্রিল ঢাকা মহানগর হাকিম আদালতে মানহানি মামলা করেন রহমত উল্লাহ। সেই মামলা তদন্তের দায়িত্বও পিবিআইকে দিয়েছে আদালত। এখন আরেকটি মামলা হল।