সিনে লেখক কেআরকে এমন দাবি করেছেন, যা নিয়ে চলছে আলোচনা।
Published : 03 Jan 2023, 10:59 PM
দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনির দৃশ্য কাঁটছাঁট করে আনতে পাঠান সিনেমার মুক্তিও পিছিয়ে যাচ্ছে, এমনই দাবি করছেন সিনে লেখক কেআরকে।
মঙ্গলবার তিনি এই খবর দিয়ে টু্ইট করেন। তাতে তিনি এমনও বলেছেন যে শাহরুখ খানের বহুল আলোচিত এই সিনেমার নামও বদলে যাচ্ছে।
‘জিরো’ সিনেমা ফ্লপ করার পর পাঁচ বছর বাদে যে চারটি সিনেমা দিয়ে ফিরছেন শাহরুখ খান, তার প্রথমটি ‘পাঠান’। আগামী ২৫ জানুয়ারি এটি মুক্তির তারিখও ঘোষণা হয়েছে।
তবে গোল বেঁধেছে গত মাসে এর প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তির পর। গানের দৃশ্যে দীপিকার গেরুয়া বিকিনিতে আপত্তি আসে কট্টর হিন্দু সংগঠনের মধ্য থেকে। ধর্ম অবমাননার অভিযোগ তোলার পাশাপাশি শাহরুখ খানকে হত্যার হুমকিও পেতে হয়।
এরপর ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডও পাঠান সিনেমার কিছুটা কাঁটছাঁটের পরামর্শ দেয় বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর আসে।
এরপরই কামাল রশিদ খান (কেআরকে) টুইটারে লিখেছেন, “নিশ্চিতভাবেই পাঠান এর শিরোনাম বদলে গেছে। গেরুয়া বিকিনিও আর নেই। নির্মাতারা সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বা কাল আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।”
It’s confirm that #Pathaan title is no more. Orange bikini is also no more. But now makers have decided to postpone the release of the film. Official announcement can come today or tomorrow.
— KRK (@kamaalrkhan) January 3, 2023
পাঠান ঝড়: শাহরুখের ‘শ্রাদ্ধ’ সারলেন অযোধ্যার সাধু
দীপিকার পোশাকে আপত্তি, ‘পাঠান’ বন্ধের দাবি মধ্যপ্রদেশে
এবার শাহরুখ খানকে পুড়িয়ে মারার হুমকি
দীপিকার গেরুয়া বিকিনিতে আপত্তি ভারতের সেন্সর বোর্ডের
কমলের বক্তব্য ধরে বলিউড লাইফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিশ্চিত কোনো ঘোষণা এখনও না এলেও কেআরকের কথায় শাহরুখ ভক্তরা হতাশ হয়ে পড়েছেন। কেউ কেউ কেআরকের উপর হয়েছেন ক্ষুব্ধ।
এক ভক্ত মন্তব্য করেছেন, “এর (কেআরকে) বলিউডের সাথে কোনো সংযোগই নেই।” আরেকজনের লিখেছেন, “গতরাতে নেশা কাটিয়ে উঠতে পারো নি এখনও?”
তবে এ বিষয়ে শাহরুখ খান কিংবা পাঠানের প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস কিংবা সিনেমাটির নির্মাতা সিদ্ধার্থ আনন্দের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সিনেমা মুক্তির আগে কমলের এমন বক্তব্য বক্স অফিসে ‘পাঠান’কে প্রভাবিত করতে পারে বলেও জানিয়েছে বলিউড লাইফ।
এর আগেও বিকিনি বিতর্কের সময় দীপিকাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য কেআরকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন শাহরুখ।
নিজেকে বরাবরবই চলচ্চিত্র সমালোচক বলে দাবি করেছে আসছেন কেআরকে। তিনি হিন্দি ও ভোজপুরি সিনেমার অভিনেতা-প্রযোজকও। এক ভিলেইন সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। সালমান খানের রিয়্যালিটি শো বিগ বস-৩ এ অংশগ্রহণকারী ছিলেন তিনি।