রাহাকে দেখে ছবি তোলা নিয়ে হুলস্থুল পড়ে যায় পাপারাজ্জিদের মধ্যে।
Published : 25 Dec 2023, 10:22 PM
মেয়ের ছবি যাতে তোলা না হয় সেজন্য এক বছর আগে আলোকচিত্রীদের নিয়ে রীতিমত সংবাদ সম্মেলন করেছিলেন রাণবীর কাপুর এবং আলিয়া ভাট। সে সময় তারা বলেছিলেন, সময় হলে বলতে হবে না, তারা নিজেরাই মেয়েকে সবার সামনে হাজির করবেন।
কাপুর পরিবার মনে করেছে সেই সময় হয়েছে। তাই বড়দিনে মেয়ে রাহাকে নিয়ে ক্যামেরার সামনে এসেছেন রাণবীর-আলিয়া।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার কাপুরদের পারিবারিক মধ্যাহ্নভোজে যাওয়ার জন্য রাহাকে নিয়ে বাড়ি থেকে বের হন আলিয়া ও রাণবীর। সে সময় মেয়েকে নিয়ে দাঁড়ান আলোকচিত্রীদের সামনে। রাহাকে দেখে ছবি তোলা নিয়ে হুলস্থূল পড়ে যায় পাপারাজ্জিদের মধ্যে।
রাহার সেই ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। অনেকে রাহার চেহারার সঙ্গে দাদা ঋষি কাপুরের মিল পাচ্ছেন। বেশিরভাগের মন্তব্য, কাপুরদের মতই হয়েছে রাহা। কেউ কেউ বলেছেন, বড়দিনে রাণবীর-আলিয়ার এই চমকের তুলনা হয় না।
গর্ভকালীন নানা ছবি দিলেও বলিউড তারাকারা সাধারণত তাদের সন্তানের ছবি প্রকাশ করতে চান না। তাদের চেষ্টা থাকে পাপারাজ্জিদের ক্যামেরা বা সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের কাছ থেকে সন্তানকে আড়াল করার।
রাণবীর ও আলিয়াও এই দলেরই মানুষ। তারাও চেয়েছিলেন ‘রাহা’ কিছুদিন ক্যামেরার আড়ালেই থাকুক।
“রাহা যখন বড় হবে এবং সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইবে, তখন হয়ত ছবি তোলা পছন্দ করবে। কিন্তু বাবা-মা হিসেবে আমরা আপাতত সুরক্ষিত রাখতে চাই মেয়েকে,” বলেছিলেন রাণবীর।
গত বছররে ৬ নভেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে আলিয়া-রণবীবের মেয়ের জন্ম হয়।
কিছুদিন আগে এক অনুষ্ঠানে অভিনয় ও সন্তান সামলাতে তারা স্বামী-স্ত্রী মিলে কী কী করছেন, তা নিয়ে খোলামেলা কথা বলেন আলিয়া।
তিনি বলেন, “কিছুদিন আগে ‘জিগরা’ সিনেমার শুটিংয়ে সময় দিতে হয় আমাকে, তখন রাণবীর ছুটি নিয়ে রাহাকে দেখেছে। বাড়িতে পেশাদার ন্যানি থাকলেও আমি বা ওর বাবা কেউ না কেউ রাহার পাশে থাকি।
রাণবীরও বলেছেন ‘অ্যানিমাল’ মুক্তি পেয়েছে। এখন তিনি মাস ছয়েকের বিরতিতে যাবেন স্রেফ মেয়েকে সময় দিতে।
পুরনো খবর
জন্মদিনেও আলিয়া-রাণবীরের মেয়ে থাকল আড়ালে
আলিয়া-রাণবীরের দ্বিতীয় সন্তানের গুঞ্জন
মেয়ের ছবি নয়, পাপারাজ্জিদের অনুরোধ আলিয়া-রণবীরের