জন্মদিনেও আলিয়া-রাণবীরের মেয়ে থাকল আড়ালে

কেকের ওপরে ছোট ছোট দুই হাত রাখা একটি ছবি আলিয়ার ইনস্টাগ্রামে শেয়ার হলে সবাই বুঝতে পারে, রাহার জন্মোৎসবের কথা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2023, 07:29 AM
Updated : 7 Nov 2023, 07:29 AM

রাহার প্রথম জন্মদিনে তারা বাবা-মা আলিয়া ভাট, রাণবীর কাপুরের ছবি আছে, বাড়ির লোকজনের আনন্দ উদযাপনের ছবি আছে, কেকের ছবি আছে, এমনকি রাহার ছোট্ট হাতদুটোর ছবিও আছে, কেবল নেই রাহার মুখের ছবি।

কেউ কেউ ভেবেছিলেন, মেয়ের প্রথম জন্মবার্ষিকীতে হয়ত রাহার ছবি আসবে সোশাল মিডিয়ায়। কিন্তু তা হয়নি। আলিয়-রাণবীর রাহার ছবি প্রকাশ না করার সিদ্ধান্তে অটল আছেন।

কেকের ওপরে ছোট ছোট দুই হাত রাখা একটি ছবি আলিয়ার ইনস্টাগ্রামে শেয়ার হলে সবাই বুঝতে পারে রাহার জন্মদিন উদযাপনের কথা।

বলিউড তারাকারা সাধারণত তাদের সন্তানের ছবি প্রকাশ করতে চান না। তাদের চেষ্টা থাকে পাপারাজ্জিদের ক্যামেরা বা সংবাদমাধ্যমের আলোকচিত্রীদের কাছ থেকে সন্তানকে আড়াল করার।

এনডিটিভি বলছে, মেয়ের জন্মের দুমাসের মাথায় পাপারাজ্জিদের রীতিমত ডেকে নিয়ে সামনে বসিয়ে মেয়ের ছবি না তুলতে বিশেষ অনুরোধ জানিয়েছিলেন কাপুর পুত্র ও পুত্রবধূ।

ওই বৈঠকে রণবীর-আলিয়া বলেছিলেন, তারা রাহার জন্য ‘সুরক্ষামূলক’ অবস্থানে থাকতে চান।

“রাহা যখন বড় হবে এবং সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইবে, তখন হয়ত ছবি তোলা পছন্দ করবে। কিন্তু বাবা-মা হিসেবে আমরা আপাতত সুরক্ষিত রাখতে চাই মেয়েকে,” বলেছিলেন রাণবীর।

আলিয়া পাপারাজ্জিদের আশ্বস্ত করেছিলেন, তাদের ছবি তোলার ক্ষেত্রে তিনি বা রণবীর কখনও ‘না’ বলবেন না। পাপারাজ্জিদে যত ইচ্ছা তত ছবির জন্য পোজ দেবেন তারা। সময় হলে তারা নিজেরাই সবার সামনে মেয়েকে পরিচয় করিয়ে দেবেন।

এবারে রাহার জন্মদিনে বোঝা গেল, রাহার ছবি প্রকাশে ‘এখনও সময় হয়নি’।

গত বছররে ৬ নভেম্বর মুম্বাইয়ের একটি হাসপাতালে আলিয়া-রণবীবের মেয়ের জন্ম হয়।

কিছুদিন আগে এক অনুষ্ঠানে অভিনয় ও সন্তান সামলাতে তারা স্বামী-স্ত্রী মিলে কী কী করছেন, তা নিয়ে খোলামেলা কথা বলেন আলিয়া।

তিনি বলেন, “কিছুদিন আগে ‘জিগরা’ সিনেমার শুটিংয়ে সময় দিতে হয় আমাকে, তখন রাণবীর ছুটি নিয়ে রাহাকে দেখেছে। বাড়িতে পেশাদার ন্যানি থাকলেও আমি বা ওর বাবা কেউ না কেউ রাহার পাশে থাকি।

রাণবীরও বলেছেন ‘অ্যানিমাল’ মুক্তির পর মাস ছয়েকের বিরতিতে যাবেন স্রেফ মেয়েকে সময় দিতে।