‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনে এসে আলিয়ার মা হওয়ার জল্পনাকে উস্কে দিয়েছেন ননদ কারিনা কাপুর খান।
Published : 15 Nov 2023, 08:31 PM
কিছুদিন আগেই মেয়ে রাহা কাপুরের জন্মদিন উদযাপন করেছেন বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট ও রাণবীর কাপুর। এরই মধ্যে নায়িকার দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে জল্পনা দানা বেঁধেছে।
গুঞ্জন উঠেছে, দ্বিতীয় সন্তান নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন ‘রণলিয়া’ জুটি। প্রথম সন্তানের এক বছরের মধ্যে ফের মা হওয়ার বিষয়টিকে নেটিজেনদের অনেকেই স্বাভাবিকভাবে নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর এসেছে।
‘কফি উইথ করণ’-এর অষ্টম সিজনে এসে সম্প্রতি আলিয়ার মা হওয়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছেন রাহার পিসি কারিনা কাপুর খান। চলতি সিজনের কফির আড্ডায় আলিয়ার সঙ্গে দেখা গেছে তাকে।
শোয়ে মেয়ে রাহার প্রসঙ্গ উঠতে আলিয়া বলেন, ‘‘আমাদের দুজনের মধ্যে মেয়েকে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। কে বেশিক্ষণ ওর সঙ্গে কাটাব সেই নিয়ে ঝামেলা তৈরি হয়।’’
সেসময় আলিয়ার কথায় ফোড়ন কেটে কারিনা বলেন, ‘‘এক কাজ করো, দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও। তা হলে দুজনের দুটো সন্তান থাকবে।’’
কারিনার এ কথায় লাজুক হাসি হাসতে দেখা গেছে আলিয়াকে।
২০১৮ সাল থেকে রাণবীর-আলিয়ার বন্ধুত্ব, সেই থেকে প্রেম। গত বছরের এপ্রিলেই বিয়ে সারেন আলোচিত এই জুটি। এরপর গত জুন মাসে নিজেই ঘরে নতুন অতিথি আসার সুখবর দেন আলিয়া।
বিয়ের বছর ঘোরার আগেই গত ৬ নভেম্বর আলিয়া-রণবীবের মেয়ের রাহার জন্ম হয়। চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন এ তারকা জুটি।
মেয়ের ছবি নয়, পাপারাজ্জিদের অনুরোধ আলিয়া-রণবীরের