১৯৪৮ সালে সোভিয়েত ইউনিয়নের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নাদেজদা নাদেজদিনার হাত ধরে গড়ে উঠেছিল বিরোশকা ডান্স অনসাম্বল।
Published : 18 Nov 2022, 12:58 PM
ব্যালে, ট্যাঙ্গো কিংবা হালের হিপহপ– কত রকম নাচই না আছে দুনিয়ায়। তবে আপাতত রাশিয়ার বিরোশকা শিল্পীদের ‘ভাসমান’ ছন্দের নাচ মন্ত্রমুগ্ধ করে রেখেছে সোশাল মিডিয়াকে।
এনডিটিভি লিখেছে, ভাইরাল হওয়া ভিডিওটি রুশ লোকনৃত্যের দল ‘বিরোশকা ডান্স অনসাম্বল’ এর একটি পারফরমেন্সের। তাদের নাচ সবার নজর কেড়েছে এর অনন্য শৈলীর কারণে।
ভিডিওতে দেখা যায়, দীর্ঘ গাউন পরা রুশ নারী নৃত্যশিল্পীরা মঞ্চে দল বেঁধে নেচে চলেছেন। খুব ছোট ছোট পদক্ষেপে তারা এত দ্রুত স্থান বদলে ছন্দ তৈরি করছেন, যাতে মনে হয তারা বুঝি মঞ্চের ওপর ভেসে বেড়াচ্ছেন।
নিউ ইয়র্ক টাইমস লিখেছে, নাচের এ দলের ইতিহাস অনেক পুরনো। ১৯৪৮ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নাদেজদা নাদেজদিনার হাত ধরে দলটি গড়ে ওঠে। কোরিওগ্রাফার নাদেজদিনা মঞ্চে নাচার সময় দীর্ঘ ঝুলের গাউন পরতেন এবং ভাসমান নাচের জন্য তিনি পরিচিত ছিলেন।