Published : 19 Jul 2023, 12:06 PM
কেম্যান দ্বীপপুঞ্জের বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপার মডেল জিজি হাদিদ।
সে সময় বন্ধু লিয়া নিকোল ম্যাকার্থি হাদিদের সঙ্গে ছিলেন। গ্রেপ্তারের পর আদালতে বিচারকের সামনে দোষ স্বীকার করে এবং এক হাজার ডলার করে জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান হাদিদ ও ম্যাকার্থি।
স্থানীয় সংবাদমাধ্যম ‘কেম্যান মার্ল রোড’ এর বরাতে এনডিটিভি জানিয়েছে, ছুটি কাটাতে ব্যক্তিগত বিমানে চড়ে পশ্চিম ক্যারিবিয়ান সাগরের কেম্যান দ্বীপপুঞ্জে গিয়েছিলেন হাদিদ।
কেম্যানের রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হাদিদ ও তার বন্ধুর ব্যাগে তল্লাশি চালিয়ে গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। তবে গাঁজার পরিমাণ খুব একটা বেশি ছিল না।
গত ১২ জুলাই হাদিদ ও ম্যাকার্থিকে আদালতে হাজির করে স্থানীয় পুলিশ। আদালতে অভিযোগ স্বীকার করে নিলে হাদিদ এবং ম্যাক্যার্থি দুজনকে ১ হাজার ডলার করে জরিমানা করেন বিচারক। সেই জরিমানা দিয়ে তবেই জামিনে মুক্ত হন হাদিদ এবং ম্যাকার্থি।
এর আগে যুক্তরাষ্ট্রের অস্কার জয়ী তারকা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় ছিলেন জিজি হাদিদ।
সে সময় ৪৮ বছর বয়সী হলিউড তারকাকে ২৮ বছরের জিজি হাদিদের সঙ্গে নিউ ইয়র্ক শহরে ঘুরতে দেখা যায়। দেখা গেছে কয়েকটি পার্টিতেও। কিছুদিন আগে প্যারিসে ফ্যাশন উইকেও অংশ নেন এই মডেল।
আরও পড়ুন: