Published : 03 Apr 2023, 10:39 PM
নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আমেরিকান মডেল জিজি হাদিদকে চুমু খেয়ে বিতর্কে পড়েন বলিউড অভিনেতা বরুন ধাওয়ান। সেই বিতর্ক থামাতে মুখ খুলতে হয়েছে অভিনেতাকে।
চুমু খাওয়ার সেই দৃশ্য সাজানো ছিল দাবি করে তিনি রোববার টুইট করেছেন বলে এনডিটিভি জানিয়েছে।
এই বলিউড অভিনেতা লিখেছেন, “আশা করছি, আপনারা জেগে উঠেছেন,জেগে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই সকলের সব জল্পনায় জল ঢেলে জানাচ্ছি, মঞ্চে যা হয়েছে, সবটাই ছিল পরিকল্পনামাফিক। এখন এই টুইটের অন্য কোনো অর্থ না খুঁজে যে যার কাজে বেরিয়ে পড়ুন।”
I guess today you woke up and decided to be woke. So lemme burst ur bubble and tell u it was planned for her to be on stage so find a new Twitter cause to vent about rather then going out and doing something about things . Good morning ???? https://t.co/9O7Hg43y0S
— VarunDhawan (@Varun_dvn) April 2, 2023
শনিবার ওই অনুষ্ঠানে দ্বিতীয় দিনের নাচ গানের আসরে এক ঝাঁক বলিউড তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন হলিউড তারকা টম হল্যান্ড, জেন্দায়া ও জিজি হাদিদ।
ভারতীয় পোশাকে সেজেছিলেন জিজি। পরনে ছিল সাদা-সোনালি শাড়ি, গায়ে সোনার গয়না।
বলিউড অন্যান্য তারকাদের মতো অভিনেতা বরুণও পারফর্ম করেন সেই অনুষ্ঠানে। নাঁচের এক ফাঁকেই মঞ্চ থেকে হাত বাড়িয়ে ডেকে নেন মডেল জিজিকে। তারপরই তাকে কোলে তুলে গালে চুমু খান অভিনেতা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোচনার ঝড় ওঠে।
Bollywood celebrities again proved they're so chapri nd classless.
— Rani Mehra (@QueenRaniMehra) April 2, 2023
she looks scared imao.. #VarunDhawan this is so embarrassing #NMACC #GigiHadidpic.twitter.com/FQ4OxN1Rb7
ভাইরাল ভিডিওর নিচে এক ব্যক্তি লিখেছিলেসন, ঘটনাটি ‘ইন্টারনেটের সবচেয়ে বিব্রতকর বিষয়’।
অন্য একজন লিখেন, ‘সস্তা ও ভয়ঙ্কর আচরণ।’ কেউ কেউ অভিনেতার বিরুদ্ধে মজার ছলে সম্মতি ছাড়া চুমু খাওয়ারও অভিযোগ তোলেন।