আবারও মুম্বাই বিমানবন্দরে দেখা মিলেছে এই তারকা জুটির।
Published : 27 Aug 2023, 08:02 PM
জল্পনা অনেক দিন ধরেই চলছিল যে আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে নাকি প্রেমে মজেছেন। তবে যদিও আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের বিষয়টি এখনো ঘোষণা করেননি তারা।
গত মাসেই অনন্যাকে নিয়ে স্পেন ও পর্তুগাল বেড়িয়ে এসেছেন আদিত্য। রোববার সকালে আবারও মুম্বাই বিমানবন্দরে এই তারকা জুটির দেখা মেলার খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আদিত্য ও অনন্যা উভয়ই আলাদা গাড়িতে কয়েক মিনিটের ব্যবধানে বিমানবন্দরে এসে পৌঁছান। তাই তাদের একসাথে ফ্রেমবন্দি করার সুযোগ পাননি পাপারাজ্জিরা। তবে যুগলের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় গুঞ্জন। নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, আবারও নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছেন তারা।
সম্প্রতি ইউরোপ থেকে ফিরে ডিনার ডেটে বের হয়ে পাপারাজ্জির নজরে পড়েন বিদ্যা বালনের দেবর আদিত্য এবং চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা।
সে সময় ভ্রমণ সম্পর্কে প্রশ্ন করা হলে আদিত্য বলেন, “অনেকদিন পর একটু ছুটির দরকার ছিল, তাই বেড়াতে গিয়েছিলাম। তবে মুম্বাইয়ের বর্ষার সময়টা আমার বেশ পছন্দ। তবে এবার ওই সময়টা এখানে ছিলাম না, বেশ মিস করেছি। যদিও আমি ফিরে আসার পরও একসপ্তাহ টানা বৃষ্টি হচ্ছে।”
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া তাদের পর্তুগালের ছবি প্রসঙ্গে জিঞ্জেস করা হলে অভিনেতা বলেন, “হ্যাঁ শুনেছি। তবে আমি খুব বেশি নেট দুনিয়ায় থাকি না।”
পুরো সময়জুড়ে আদিত্য সব উত্তরেই বেশ বুদ্ধিমত্তার সাথে অনন্যার নাম এড়িয়ে যান।
২৫ অগাস্ট মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডে ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল ২’। প্রথমদিন তেমন সাড়া না ফেললেও দ্বিতীয় দিনে ২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। আয়ের নিরিখে ব্লকব্লাস্টার ‘গদর ২’ কেও রীতিমতো টেক্কা দিয়েছে সিনেমাটি।
আগামীতে অনুরাগ বসুর ‘মেট্রো’তে দেখা যাবে আদিত্যকে। অনন্যা অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরব পরিচালিত ‘খো গায়ে হাম কাহান’ সিনেমায়।
আরও পড়ুন