ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে ফেলেছেন এই অভিনেত্রী; তবে টুইটারের পোস্টগেুলো এখনও দেখা যাচ্ছে।
Published : 09 Jun 2023, 09:34 PM
আচমকাই সোশাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা এল বলিউড অভিনেত্রী কাজলের কাছ থেকে; জানালেন, জীবনের সব থেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি।
শুক্রবার দুপুরে ইনস্টাগ্রামের পুরনো সব পোস্ট মুছে ফেলে এই বিরতি নেওয়ার ঘোষণা দেন তিনি।
এনডিটিভি বলছে, ইনস্টাগ্রাম থেকে কাজল সব পোস্ট মুছে দিলেও টুইটারের পোস্টগেুলো এখনও দেখা যাচ্ছে।
ইনস্টাগ্রামের সবশেষ পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে এই অভিনেত্রী লেখেন, “জীবনের কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি।”
ক্যাপশনে জুড়ে দেন, “সোশাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি।”
তবে আচমকা এমন সিদ্ধান্তের কোনো কারণ ব্যাখ্যা না করায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
মন্তব্যের ঘরে অনেক ভক্তই ভালোবাসা প্রকাশ করে দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছেন; আবার কেউ কেউ ধারণা করছেন, এটি হয়ত কোনো প্রচারের অংশ।
সম্প্রতি ‘দ্য গুড ওয়াইফ’ নামে একটি ওয়েব সিরিজের হিন্দি রিমেকে কাজ করছেন কাজল। তার সোশাল মিডিয়া ছাড়ার ঘোষণা সেই প্রচারের অংশ কিনা- এ নিয়ে চলছে জল্পনা।
একজন লিখেছেন, হয়ত নতুন ওয়েব সিরিজের প্রচারের জন্য তিনি এমন করেছেন। কারণ সেখানে তাকে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। তাই নিজের পোস্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে শুরু করেছেন। পোস্টগুলো না মুছে তিনি তা আর্কাইভ করে রেখেছেন।
তবে ভক্তরা অবশ্য ঠিকই ভালোবাসায় ভাসিয়েছেন কাজলকে; শুভকামনা জানিয়ে দ্রুত ফেরার অনুরোধ জানিয়েছেন।
এক ভক্ত লেখেন, বিরতি নেওয়ায় কোনো অসুবিধা নেই। নিজের জন্য সময় নিতে পারেন তিনি। আরেকজন বলেন, “নিজের জন্য সময় নাও, আমরা অপেক্ষা করব।”
আগামীতে কাজলকে ‘লাস্ট স্টোরিজ ২’- এ দেখা যাবে; সবশেষ তিনি ‘সালাম ভেঙ্কি’- সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
আরও পড়ুন
অজয়কে কেন জুতো মারতে চেয়েছিলেন কাজল?