নেটফ্লিক্সে ‘কৃষ্ণাঙ্গ’ ক্লিওপেট্রা, মিশরীদের ক্ষোভ

এই সিরিজের বিরুদ্ধে ‘মিশরীয় ইতিহাস মুছে ফেলার চেষ্টার’ অভিযোগ উঠেছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2023, 11:59 AM
Updated : 21 April 2023, 11:59 AM

নেটফ্লিক্সে ডকুড্রামা সিরিজ ‘আফ্রিকান কুইনস’র একটি পর্বে রানি সপ্তম ক্লিওপেট্রাকে একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান হিসেবে তুলে ধরা হয়েছে।

গত সপ্তাহে 'আফ্রিকান কুইনস: কুইন ক্লিওপেট্রা' পর্বের ট্রেইলার প্রকাশ হয়।এরপর সিরিজে রানি ক্লিওপেট্রার গাত্রবর্ণ এবং তিনি গ্রিক নাকি আফ্রিকান ছিলেন তা নিয়ে ওঠে বিতর্ক।

বিবিসি জানিয়েছে, এই সিরিজের বিরুদ্ধে মিডিয়া আইন লঙ্ঘন এবং ‘মিশরীয় ইতিহাস মুছে ফেলার চেষ্টার’ অভিযোগ উঠেছে।

মিশনের পুরাকীর্তি মন্ত্রী জাহি হাওয়াস বলেন, "এই চিত্রায়ন পুরোপুরি ভুয়া তথ্যের ভিত্তিতে হয়েছে। ক্লিওপেট্রা একজন গ্রিক ছিলেন। এর মানে হচ্ছে তার গায়ের রঙ কালো নয়, বরং উজ্জ্বল বর্ণের ছিল।"

সিরিজের প্রযোজক জাডা পিনকেট স্মিথ বলেন, “ক্লিওপেট্রার জন্মসূত্র খুবই বিতর্কিত।

এ সিরিজে ক্লিওপেট্রা চরিত্রে অভিনয় করা ৩৭ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী অ্যাডেল টুইটারে বলেন, "আপনি যদি সিরিজের কাস্টিং পছন্দ না করেন, তবে এটা দেখার দরকার নেই।"

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিষ্টপূর্ব ৬৯ সালে মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায় ক্লিওপেট্রা জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ ছিলেন আলেক্সান্ডার দ্য গ্রেটের অন্যতম সেনাপতি। খ্রিষ্টপূর্ব ৩২৩ সালে আলেক্সান্ডার মারা গেলে ক্লিওপেট্রার পূর্বপুরুষ প্রাচীন টলেমি বংশের প্রতিষ্ঠা করেন। 

রানি ক্লিওপেট্রা মিশরের গ্রিক-ভাষী রাজবংশের শেষ রানি ছিলেন।তার বাবা রাজা দ্বাদশ টলেমি মারা যাওয়ার পর খ্রিস্টপূর্ব ৫১ সালে তিনি ক্ষমতায় আসেন।

খ্রিস্টপূর্ব ৩০ সাল, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তিনি মিশর শাসন করেন। এরপর দীর্ঘদিনের জন্য মিশর চলে যায় রোমানদের দখলে।

ক্লিওপেট্রার মায়ের পরিচয় সম্পর্কে ইতিহাস থেকে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ইতিহাসবিদদের মতে, ক্লিওপেট্রার মা বা তার পূর্বপুরুষদের মধ্যের কেউ জন্মসূত্রে আদিবাসী মিশরীয় হতে পারেন। বা আফ্রিকার অন্য অঞ্চল থেকেও আসতে পারেন।

প্রযোজক পিনকেট স্মিথ বলেন, "সাধারণত কৃষ্ণাঙ্গ রানিদের ইতিহাস সম্পর্কে জানার তেমন সুযোগ নেই আমাদের। কিন্তু আমার, আমার মেয়ের ও আমার পুরো সম্প্রদায়ের এই ইতিহাস জানা প্রয়োজন। কেননা ইতিহাসে কৃষ্ণাঙ্গ রানির শাসনের বহু ঘটনা রয়েছে।"

মিশরের সাবেক পুরাকীর্তি মন্ত্রী জাহি হাওয়াস বলেন, মিশসের ইতিহাস ঘেঁটে জানা যায়, দেশটির ইতিহাসে কৃষ্ণাঙ্গ শাসক ছিলেন কুশরা। যাদের রাজত্বকাল ছিল ৭৪৭ খ্রিষ্টপূর্ব থেকে ৬৫৬ খ্রিষ্টপূর্ব সাল পর্যন্ত।

সাবেক এই মন্ত্রী সরকারি কৌঁসুলীর কাছে অভিযোগ দায়ের করে মিশনে নেটফ্লিক্স বন্ধের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, "নেটফ্লিক্স মিশরীয় সভ্যতাকে কৃষ্ণাঙ্গ বর্ণের সাথে জড়িয়ে বিকৃত তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। “

তিন বছর আগে ক্লিওপেট্রাকে নিয়ে সিনেমা বানানোর জন্য ইসরায়েলের অভিনেত্রী গাল গাদোতকে নির্বাচন করা হলে তা সিয়ে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। এই চরিত্রে কোনো আরব কিংবা আফ্রিকান অভিনেত্রীকে নেওয়ার দাবি তুলেছিলেন অনেকই।