নাট্যকর্মী ঐক্য বলেছে, "গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং আমাদের নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, এক ধরনের বিষাক্ত কেমিক্যাল অভিনেতাদের কস্টিউমে ছড়িয়ে রাখা হয়েছিল।“
Published : 27 Jun 2023, 01:54 PM
চাঁপাইনবাবগঞ্জের শিল্পকলা একাডেমির হলরুমে মঞ্চ নাটকে অভিনয় করার সময় ১৮ জন ক্ষুদে শিল্পীর অসুস্থ হওয়ার ঘটনাটি ‘পরিকল্পিত’ বলে মনে করছে নাট্যকর্মীদের প্ল্যাটফর্ম 'সাধারণ নাট্যকর্মী ঐক্য'।
মঙ্গলবার এক বিবৃতিতে ওই ঘটনার সষ্ঠু তদন্তেরও দাবি জানিয়েছে নাট্যকর্মীদের সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, "২৬ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'ফলাফল নিম্নচাপ' চলাকালে নাটকের ১৮ জন কলাকুশলী পর্যায়ক্রমে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার খবরে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অসুস্থ শিল্পীরা ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন। আশা করছি দ্রুতই তারা সুস্থ হয়ে উঠবেন।"
এ ঘটনা ‘পরিকল্পিত’ মন্তব্য করে 'নাট্যকর্মী ঐক্য বলেছে, "গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং আমাদের নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, এক ধরনের বিষাক্ত কেমিকেল অভিনেতাদের কস্টিউমে ছড়িয়ে রাখা হয়েছিল। এ থেকে বোঝা যায় এই ঘটনা বাইরে থেকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।"
তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়ে সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ বারী বলেন, "আমরা আরও গভীরভাবে উদ্বিগ্ন এই কারণে যে চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এই ঘটনাকে নাশকতা হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন প্রায়ই সেখানে নানা ঘটনা ঘটছে।
“ইতোমধ্যে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে আমরা জেনেছি। ঘটনাটিকে সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। আমরা মনে করি, এ ঘটনা পুলিশ প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন এবং অতি দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবেন বলে আমরা বিশ্বাস করি।"
বিবৃতিতে বলা হয়েছে, “জাতীয় নির্বাচন সামনে রেখে স্বাধীনতাবিরোধীসহ নানা শক্তির তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এখনই এ ধরনের ঘটনা প্রতিরোধ করা না গেলে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করা যায়। সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।"
যা ঘটেছিল শিল্পকলার মঞ্চে
জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সোমবার রাতে নাটক ‘ফলাফল নিম্নচাপ’ এর প্রদর্শনী চলছিল।
অভিনয়ের জন্য শিল্পকলা একাডেমি থেকে বিশেষ পোশাক পরানো হয় শিশু শিল্পীদের।এরপর নাটক চলার সময় শরীরে চুলকানি শুরু হলে একে একে অসুস্থ হয়ে পড়ে তারা।
সদর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, অসুস্থ সবাইকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
কী কারণে শিশু শিল্পীরা অসুস্থ হয়ে পড়লেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি। শিল্পকলা একাডেমির ভাষ্যও জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলায় অভিনয়ের সময় ১৭ জন ক্ষুদে শিল্পী অসুস্থ