জমকালো পার্টি হোক কিংবা বিয়ের অনুষ্ঠান, কয়েক দশক ধরে তারকাদের চোখ ধাঁধানো পোশাকে সাজিয়েছেন বলিউডের অন্যতম সফল পোশাকশিল্পী মণীশ মালহোত্রা। এবার প্রকাশ্যে এসেছে মণীশের আয়োজিত পার্টির অন্দরের খবর।
হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, সম্প্রতি ভারতের কৌতুক অভিনেত্রী ভারতী সিংয়ের কাছে মণীশের দীপাবলির পার্টির খবর ফাঁস করেছেন কোরিওয়াগ্রাফার-পরিচালক ফারাহ খান।
ভারতী সিংকে ফারাহ জানান, পার্টিতে সবাইকে পোশাক দেয় মণীশ। কিন্তু সেটা আমাদের পরের দিন ফেরত দিয়ে দিতে হয়।
“সবাই ওর কাছে আবদার করে তারা পার্টিতে আসবে যদি ও তাদের জন্য একটা পোশাক ডিজাইন করে দেয়। এটা মণীশের জন্যও লাভজনক হয়, কারণ লোকজন ওর কালেকশন দেখার সুযোগ পায়। বলতে পারেন একটা ফ্যাশন শো এর মতো হয়ে যায় বিষয়টা, সেখানে প্রথম সারির তারকারা ওর পোশাক পরে পার্টিতে আসে।”
চলতি বছর মণীশের দীপাবলি পার্টিতে এসেছিলেন সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, রেখা, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, জাহ্নবী কাপুর, ভূমি পেডনেকর, রাধিকা মদন, সোনম কাপুররের মতো তারকারা।