এই ব্ল্যাকপিংক তারকা শরীরে ব্যথার কারণে বেশ কিছু ঐতিহাসিক পারফরম্যান্স জমিয়ে করতে পারেন নি।
Published : 14 Jul 2023, 07:42 PM
অতীতে ভক্তদের কাছ থেকে ‘অলস’ ও ‘মঞ্চ মাতাতে অক্ষম’ তকমা পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক তারকা জেনি কিম।
বিবিসি জানিয়েছে, ২৭ বছর বয়সী কিম সম্প্রতি স্বীকার করেছেন যে, শরীরে ব্যথার কারণে তিনি বেশ কিছু ঐতিহাসিক পারফরম্যান্স জমিয়ে করতে পারেননি। কারণ সে সময় প্রায়ই শক্তিহীন অনুভব করতেন তিনি।
ব্ল্যাকপিঙ্কের শুরুর দিনগুলোতে অন্যদের তুলনায় বেশি কষ্ট করতেন বলেও দুয়া লিপার অ্যাট ইয়োর সার্ভিস পডকাস্টকে জানিয়েছিলেন কিম।
কিমের ভাষ্যে, “আমি ঠিক বুঝতাম না, কিভাবে নিজের শরীরকে নিয়ন্ত্রণ করা উচিত। শুরুর দিনগুলোতে পারফরম্যান্স ও শো চলাকালীন সময়ে অন্যদের তুলনায় নিজেকে ক্রমাগত কষ্ট দিতে থাকতাম আমি।”
এটি তার জীবনের একটি চাপ হয়ে উঠেছিল বলেও কিম জানান। কারণ তিনি প্রায়ই পারফর্ম করার সময় পড়ে যেতেন। ‘সেরা পারফর্মেন্স দিতে না পারায়’ ভক্তদের হতাশ করছেন বলে সে সময় অনুতপ্তও হয়েছিলেন তিনি।
২০২০ সালে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনযোগী হোন কিম।
“এরপর আমি আমার শরীরের যত্ন নিতে শিখেছি। আমি নিজের সম্পর্কে অনেক কিছু শিখেছি। আমার স্বাস্থ্য ও আমার পেশী কীভাবে কাজ করে, বাহু কতটা বাঁকাতে পারি তাও জেনেছি।”
গায়িকা এও জানান, হাই হিল পরার কারণেও নাচের ভারসাম্য হারিয়ে ফেলতেন তিনি।
“কেউ কেউ হাই হিল পড়ে একদম ঠিক থাকে। আমার পা হাই হিলের জন্য নয়। যখন আমি সুস্থ থাকি, তখন হিলে অসুবিধা হয় না। কিন্তু ভ্রমণ করার পর আমার পা ফুলে যায়। তখন হিল পরে নাচতে চেষ্টা করলে আমার শক্তি কমে যায়।”
কিম আরও জানান, নিজের সম্পর্কে প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কার করে চলেছেন তিনি।
কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংক যাচ্ছে সৌদি আরবে