‘বিটিএস’-এর ইউটিউব রেকর্ড এখন ব্ল্যাকপিংকের দখলে

ইউটিউবে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউ পাওয়ার রেকর্ডটি এতোদিন ছিল বিটিএস-এর দখলে। এবার ওই রেকর্ড চলে গেছে কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের হাতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 04:16 PM
Updated : 28 June 2020, 04:16 PM

নিজেদের নতুন গান ‘হাও ইউ লাইক দ্যাট’ দিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভিউয়ের রেকর্ডটি দখলে নিয়েছে ব্ল্যাকপিংক। এনগ্যাজেটের প্রতিবেদন অনুসারে, প্রথম ২৪ ঘণ্টায় গানটি ভিউ পেয়েছে আট কোটি ২৪ লাখ। এর আগে রেকর্ডটি বিটিএসের দখলে ছিল। তাদের “বয় উইথ লাভ” গানটি প্রথম ২৪ ঘণ্টায় ভিউ পেয়েছিল সাত কোটি ৪৬ লাখ।

বিটিএসের এক সপ্তাহ আগেও “কিল দিস লাভ’ গান দিয়ে ওই রেকর্ড নিজেদের দখলে রেখেছিল ব্ল্যাকপিংক। তবে, ওই ভিউয়ের অধিকাংশই এসেছিল “বিজ্ঞাপন ভিউ”-এর মাধ্যমে। গত সেপ্টেম্বর থেকে এ ধরনের ভিউ গণনায় ধরছে না ইউটিউব। আর তাই, নতুন রেকর্ডের সব ভিউ-ই “আসল ভিউ”।

মহামারীর সময়ে এতো ভিউ পাওয়ার বিষয়টি খুব একটা অবাক করার মতো নয়, কে-পপ ভক্তরা অনলাইনে খুবই সক্রিয় – মন্তব্য এনগ্যাজেটের।