ভিকির নাম জানালেও, সিনেমার নাম, নায়িকা বা অনান্য শিল্পী বা শুটিং নিয়ে কোনো তথ্য জানাননি করণ।
Published : 10 Jul 2023, 03:27 PM
সাত বছর পর প্রত্যাবর্তনের সিনেমা মুক্তি না হতেই পরের কাজের ঘোষণা দিলেন বলিউডের পরিচালক করণ জোহর; আর সেই সিনেমায় ভিকি কৌশলকে নায়ক করবেন বলেও জানিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভিকিকে নিয়ে পরের সিনেমা করার ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন করণ।
“তার কথা ঘোষণা না করে পারছি না, তিনি ভিকি কৌশল। হ্যাঁ, তাকেই পরের কাজের জন্য বুক করে রাখলাম। চমৎকার একজন অভিনয়শিল্পী তিনি। আমার বিশ্বাস ভিকির উপস্থিতি আমার টিমকে করবে শক্তিশালী,” লিখেছেন তিনি।
তবে সিনেমার নাম, নায়িকা বা অনান্য শিল্পী এবং শুটিং নিয়ে কোনো তথ্য জানাননি করণ।
করণের ঘোষণায় ধন্যবাদ জানিয়ে ভিকি বলেছেন, “অপেক্ষায় থাকুন, দেখা হবে।“
কিছুদিন আগে মুক্তি পাওয়া ভিকি এবং সারা আলী খান অভিনীত ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমা বক্স অফিসে ‘হিট’ হয়েছে।
এদিকে করণের প্রত্যাবর্তনের সিনেমা ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে ২৮ জুলাই। সিনেমাটি নিয়ে দর্শকরাও আগ্রহী।
এই সিনেমার ট্রেইলার প্রকাশের পর আলিয়া ভাটের মুখে বাংলা কথা ‘খেলা হবে’ এবং রণবীরের মজার মজার কাণ্ডকারখানাও সাড়া তুলেছে।
রকি রূপী রণবীর আর রানি রূপী আলিয়ার এই প্রেম কাহিনীতে রয়েছে তারকার সমাহার; ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমীর সঙ্গে চূর্নী গাঙ্গুলী, টোটা রায় চৌধুরী, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো বাঙালি অভিনয়শিল্পীরাও রয়েছেন।
‘খেলা হবে’ এবার বলিউডে আলিয়া ভাটের মুখে
করণের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ দেখার অপেক্ষা বাড়ল
‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক করণের জন্মদিনে
‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র ‘রান্ধাওয়া’ ও ‘চ্যাটার্জি’ পরিবারের লুক প্রকাশ