২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য ডার্ক নাইট’-এ ব্যাটম্যান ও জোকারের মধ্যে জিজ্ঞাসাবাদমূলক একটি দৃশ্যের সঙ্গে ‘আকস ’ এর শুরুর দিকের একটি দৃশ্যের ভয়ঙ্কর মিল খুঁজে পান অভিনেতা।
Published : 17 Jun 2023, 01:50 PM
বলিউডই প্রথম ‘জোকার’ এর মতো খলচরিত্রের কথা ভেবেছিল বলে দাবি করেছেন ভারতের গুণী অভিনেতা মনোজ বাজপেয়ী।
এই অভিনেতা নিজের ‘আকস’ সিনেমার ‘রাঘবন’ চরিত্রের সঙ্গে ‘দ্য ডার্ক নাইট’ এর ‘জোকার’ চরিত্রটির তুলনা টেনেছেন বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা ‘আকস ’ ও হিথ লেজারের ‘জোকার’ চরিত্রের মধ্যে কোনো সাদৃশ্য খুঁজে পেয়েছেন কিনা এ প্রশ্নের সম্মুখীন হোন।
অভিনেতা বলেছেন, “আমি খুব খুশি হয়েছি যে আপনি প্রশ্নটি করেছেন। বন্ধুমহলেও আমি প্রায়ই আলোচনা করেছি যে, আমরাই প্রথম দ্য জোকারের মতো একটি চরিত্র নিয়ে এসেছি। যদি এটি বলতাম, অনেকেই ভাবতে পারতো নিজেদের বড় করার চেষ্টা করছি আমরা।”
অভিনেতা আরও জানান, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য ডার্ক নাইট’ এ ব্যাটম্যান ও জোকারের মধ্যে একটি দৃশ্যের সঙ্গে তিনি আকসের শুরুর দিকের একটি দৃশ্যের ভয়ঙ্কর মিল খুঁজে পান।
সর্বশেষ মনোজকে দেখা গিয়েছিল সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিরফ এক বান্দা কাফি হ্যায়’তে। এর আগে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের বিপরীতে ‘গুলমোহর’ কাজ করেছিলেন অভিনেতা। আগামীতে কানু বেহল পরিচালিত ‘ডেসপ্যাচ’-এ দেখা যাবে মনোজকে।
জোকার’র সিকুয়েলের শুটিংয়ে ফিনিক্সের প্রথম দিন