মনোজ বলছেন, ‘ব্রেক ড্যান্স’ আসার পর থেকেই বিপত্তির শুরু।
Published : 04 Dec 2022, 10:38 PM
বলিউডে অভিনেতা হিসেবে মনোজ বাজপাইর বেশ সুনাম; তবে নাচে তার পটুত্ব নেই। মনোজ বলছেন, নাচতে তার ভালোই লাগে; কিন্তু গোল বাঁধিয়ে দিয়েছেন ঋত্বিক রোশান।
দীর্ঘ বিরতির পর সদ্য মুক্তি পাওয়া ‘কুড়ি মেরি’ গানে নাচার পর মনোজ টাইমস অব ইন্ডিয়াকে বললেন তার নাচ ছেড়ে দেওয়ার কারণ।
বলিউডে এখনকার নায়কদের মধ্যে ঋত্বিকের নাচের প্রশংসা হয় বরাবরই।
মনোজ বলেন, ‘ব্রেক ড্যান্স’ আসার পর থেকেই বিপত্তির শুরুটা হয় বলে তিনি মনে করেন।
“মিঠুন চক্রবর্তী অবধি ঠিক ছিল। কিন্তু হৃত্বিক রোশন এসেই সব ঝামেলা পাকিয়ে দিল। তাকে দেখার পর বাকি সবাই কোমর দোলানোও বন্ধ করে দিল।”
সত্য সিনেমার ‘সাপনো মে মিলতি হ্যায়’ নতুন করে তৈরি হয়েছে মিউজিক ভিডিও ‘কুড়ি মেরি’তে।
‘সাপনে ম্যায় মিলতি হ্যায়’ সেটের প্রসঙ্গ টেনে মনোজ বলেন, সেসময় আহমেদ খানের গানটির মূল কোরিওগ্রাফি সিনেমার প্রকৃতির সাথে মিলছে না এমনটা অনেকেই ভেবেছিলেন। টানা দুই ঘণ্টা শুটিং বন্ধ রেখে গানটিকে তাই নতুনভাবে করতে হয়েছিল।
“শুধু গানের প্রয়োজনে চরিত্রের বাইরে বেরুতে চাইছিলাম না আমরা। তাই প্রতিটা চরিত্রের বৈশিষ্ট্য ঠিক রেখে নাচতে হয়েছিল আমাদের। সেজন্য আহমেদ ভাই-ই প্রশংসার দাবিদার।”
১৯৯৮ সালে ‘সাপনে মে মিলতি হ্যায়’ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে, সুরেশ ওয়াদকর এবং সুর করেছিলেন বিশাল ভরদ্বাজ।
রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সত্য’ সিনেমায় মনোজকে নাচতে দেখা গিয়েছিল শেফালি শাহের সঙ্গে। তবে নতুন গানে তার সঙ্গে রয়েছেন অভিমন্যু দসানি ও ধ্বনি ভানুশালি।