চট্টগ্রাম টিআইসিতে রাবির অনুশীলনের ‘নায়ক ও খলনায়ক’

নাটকটি লিখেছেন অধ্যাপক মলয় ভৌমিক, নির্দেশনাও দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2022, 04:06 AM
Updated : 6 Oct 2022, 04:06 AM

চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি) মিলনায়তনে শুক্রবার মঞ্চস্থ হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যগোষ্ঠী ‘অনুশীলন’ প্রযোজিত নাটক ‘নায়ক ও খলনায়ক’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুশীলন নাট্যদল নাটকটি মঞ্চে আনে। নাটকটি লিখেছেন অধ্যাপক মলয় ভৌমিক, নির্দেশনাও দিয়েছেন তিনি।

ইতোমধ্যে রাজশাহী, ঢাকা ও কলকাতায় নাটকটির মঞ্চায়ন হয়েছে। প্রথমবার চট্টগ্রামে মঞ্চস্থ হতে যাচ্ছে শুক্রবার সন্ধ্যা ৭ টায়। নাটকের অগ্রিম টিকিট টিআইসি হল কাউন্টারে পাওয়া যাবে।

অধ্যাপক মলয় ভৌমিক বলেন, “নাটকটি ইতিহাসের পাঠ নয়। তবে কল্পিত এই নাটকটি হয়ত দর্শকদের ইতিহাসের পথেই টেনে নিয়ে যাবে।"

নিরীক্ষাধর্মী এ নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন ফাতেমা তুজ জোহরা যুথি, তানজিমা মাহজাবীন, সাদিয়া আফরিন ছন্দা, রাকিবুল আলম মিলন, স্বাধীন খান, হৃদয় সাহা, লিমন বিশ্বাস, আরিফুল ইসলাম, হৃদয় তালুকদার, মোশারফ হোসেন আবির, সুব্রত কুমার হালদার, ল্যাডলি মোহন মিত্র, শৌভিক রায় ও ইমরুল আসাদ।